নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আজকে এই বিষয়টি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যে ধরণের প্রশ্ন আসে যেমন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? বা ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ইত্যাদি ও তাঁদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….
রবার্ট ক্লাইভ
১৭৫৭ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
১৭৬৪ খ্রিস্টাব্দ থেকে ১৭৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় বারের জন্য ক্লাইভ বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম ব্রিটিশ গভর্নর।
• বাংলা-বিহার-ওড়িষ্যা র দেওয়ানী লাভ (১৭৬৫ খ্রিস্টাব্দ)।
• পলাশীর যুদ্ধ (১৭৫৭ খ্রি: ২৩ শে জুন )।
• আলিনগরের সন্ধি (১৭৫৭ খ্রি: ৯ই ফেব্রুয়ারি )।
• চুনসুরার যুদ্ধ।
• চন্দননগর দখল (১৭৫৭ খ্রি: ২৩ শে মার্চ )।
• মীরজাফরের বাংলার সিংহাসন লাভ।
• বিদারার যুদ্ধ (১৭৫৯ খ্রিস্টাব্দ )।
• আর্কট অবরোধ।
• মাদ্রাজের যুদ্ধ।
• এলাহাবাদের প্রথম ও দ্বিতীয় সন্ধি।
হেনরী ভ্যান্সিটার্ট
১৭৬০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
• বক্সারের যুদ্ধ (১৭৬৪ খ্রি: ২২ শে অক্টোবর )।
• মীরজাফরের বদলে মীরকাশিম বাংলার মসনদে বসেন (১৭৬০ খ্রি:)।
• দ্বিতীয়বারের জন্য মীরজাফর বাংলার মসনদে বসেন (১৭৬৩ খ্রি:)।
• ডেপুটি সুবাদার নিয়োগ।
• মীরজাফরের মৃত্যু এবং নজম-উদ-দৌলার সিংহাসন লাভ (১৭৬৫ খ্রিস্টাব্দের ৫ই ফেব্রুয়ারী )।
হ্যারি ভেরেলেস্ট
১৭৬৭ খ্রিস্টাব্দ থেকে ১৭৬৯ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
• ইংরেজ সুপারভাইজার নিয়োগ।
• ছিয়াত্তরের মন্বন্তরের সূচনা।
জন কার্টিয়ার
১৭৬৯ খ্রিস্টাব্দ থেকে ১৭৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন ।
• সিলেট কমিটি গঠন।
• ছিয়াত্তরের মন্বন্তর (1770 সাল, ১১৭৬ বঙ্গাব্দ )।
ওয়ারেন হেস্টিংস
১৭৭২ খ্রিস্টাব্দ থেকে ১৭৭৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নরের দায়িত্বে ছিলেন।
১৭৭৬ খ্রিস্টাব্দে থেকে ১৭৮৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলা প্রেসিডেন্সির গভর্নর জেনারেলের দায়িত্বে ছিলেন। তিনি ছিলেন বাংলার শেষ গভর্নর ও প্রথম গভর্নর জেনারেল।
• রাজস্ব বোর্ড গঠন (১৭৭২ খ্রিস্টাব্দ)।
• দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ (১৭৭২ খ্রিস্টাব্দ )।
• সিভিল সার্ভিস এর ভিত্তি প্রতিষ্ঠা।
• অযোধ্যার নবাবের সাথে বেনারসের চুক্তি স্বাক্ষর (১৭৭৩ খ্রিস্টাব্দ )।
• ট্রায়াল এন্ড এরর আইন (১৭৭২ খ্রিস্টাব্দ )।
• রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩ খ্রিস্টাব্দ) এই আইন বলে বাংলার গভর্নর কে গভর্নর জেনারেলের পদে উন্নীত করা হয়।
• রংপুর বিদ্রোহ (১৭৮৩ খ্রিস্টাব্দ )।
• রাজকোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরন।
• প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ (১৭৭৫-৮২ খ্রিস্টাব্দ )।
• সলবাই চুক্তি (১৭৮২ খ্রিস্টাব্দ)।
• দ্বিতীয় অ্যাংলো-মহীশূর যুদ্ধ (১৭৮০-৮৪ খ্রিস্টাব্দ)।
• দস্তক প্রথার বিলোপ (১৭৭৩ খ্রিস্টাব্দ)।
• পিটস ইন্ডিয়া অ্যাক্ট (১৭৮৪ খ্রিস্টাব্দ)।
• রোহিলা যুদ্ধ (১৭৭৪ খ্রিস্টাব্দ )।
• কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা (১৭৭৪ খ্রিস্টাব্দ)।
• মহারাজ নন্দকুমার এর ফাঁসি (১৭৭৫ খ্রিস্টাব্দ)।
• কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা (১৭৮১ খ্রিস্টাব্দ)।
• আমিনী কমিশন গঠন (১৭৭৬ খ্রিস্টাব্দ )।
• নায়েব দেওয়ান রেঁজা খাঁ ও সিতাব রায় এর পদচ্যুতি এবং পদ দুটির বিলোপ।
• পাঁচশালা বন্দোবস্ত (১৭৭২ খ্রিস্টাব্দ)।
• একশালা বন্দোবস্ত (১৭৭৭ খ্রিস্টাব্দ )।
• কালেক্টর পদ গঠন।
• পুলিশি ব্যবস্থা প্রবর্তন (১৭৬৫ খ্রিস্টাব্দ )।
• উইলিয়াম জোন্স কতৃক এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা (১৭৮৪ খ্রিস্টাব্দ)।
• ক্যালকাটা গেজেট (১৭৮৪ খ্রিস্টাব্দ)।
• গীতা ইংরেজিতে অনুবাদ ও হ্যালহেড সাহেব কর্তৃক সংস্কৃত ব্যাকরণ বই প্রকাশ (১৭৭৮ খ্রিস্টাব্দ)।
• জেমস হিকির বেঙ্গল গেজেট প্রকাশ (১৭৮০ খ্রিস্টাব্দ)।
• মাদ্রাজ কুরিয়ার নামক পত্রিকা প্রকাশ (১৭৮৫ খ্রিস্টাব্দ )।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. ব্রিটিশ ভারতের বাবর নামে পরিচিত কোন গভর্নর জেনারেল?
উঃ রবার্ট ক্লাইভ।
২. দুবার বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কে?
উঃ রবার্ট ক্লাইভ। (১৭৫৭-৬০খ্রি:) ও (১৭৬৫-৬৭ খ্রি:)
৩. বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উঃ রবার্ট ক্লাইভ।
৪. পলাশীর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ রবার্ট ক্লাইভ।
৫. ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের সূচনা করেন কে?
উঃ রবার্ট ক্লাইভ।
৬. ক্লাইভ এর উপাধি কি ছিল?
উঃ পলাশীর প্রথম ব্যারন।
৭. বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
উঃ রবার্ট ক্লাইভ।
৮. বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
উঃ হেনরি ভান্সিটার্ট।
৯. কোন গভর্নর জেনারেলের সময় বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়?
উঃ জন কার্টিয়ার।
১০. ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
১১. দ্বৈত শাসনব্যবস্থার বিলোপ কে করেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
১২. কোন গভর্নর জেনারেল যিনি ব্রিটিশ সরকার কর্তৃক প্রেরিত হয়েছিলেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
১৩. কত খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত হন?
উঃ ১৭৭২ খ্রি:।
১৪. কত খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন?
উঃ ১৭৭৪ খ্রি:।
১৫. কোন অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর কে বাংলার গভর্নর জেনারেল বলে অভিহিত করা হয়?
উঃ ১৭৭৩ খ্রি: রেগুলেটিং অ্যাক্ট।
১৬. রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কে বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
১৭. ওয়ারেন হেস্টিংস এর পর কিছুদিনের জন্য গভর্নর জেনারেলের দায়িত্ব কে নেন?
উঃ ম্যাকফারসন।
১৮. দস্তক প্রথার বিলোপ করেন কে?
উঃ ওয়ারেন হেস্টিংস (১৭৭৩ খ্রি:)।
১৯. পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন কে করেন?
উঃ ১৭৭২ খ্রি:।
২০. কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ ওয়ারেন হেস্টিংস।
২১. বাংলার শেষ গভর্নর কে ছিলেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
২২. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
পরবর্তী পার্ট গুলি দেখুন নীচের টেবিল থেকে
পর্ব ১ | পর্ব ২ | পর্ব ৩ | পর্ব ৪ |
পর্ব ৫ | পর্ব ৬ | পর্ব ৭ | পর্ব ৮ |
পর্ব ৯ | পর্ব ১০ | পর্ব ১১ | পর্ব ১২ |
পর্ব ১৩ |