ব্রিটিশ ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা, প্রশ্ন-উত্তর সহ

নমস্কার বন্ধুরা,
আজকে আমাদের টপিক হল ব্রিটিশ ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতা বা বলা যায় উনবিংশ শতকে গড়ে ওঠা ভারতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও তার প্রতিষ্ঠাতা বা ব্রিটিশ শাসিত ভারতবর্ষে রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক,ধর্মীয় ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ ও তার প্রতিষ্ঠাতা। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। স্কুলের পরীক্ষা ও চাকরির জন্য পরীক্ষা গুলোতে এই টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে।
এই টপিকের উপর আজ একটা তালিকা ও গুরুত্বপূর্ণ খুঁটিনাটি সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হল। তাই দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের আলোচনা…..

ইতিহাসের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে এখানে ক্লিক করুন

ব্রিটিশ ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা

ক্রমিক নংপ্রতিষ্ঠাতাপ্রতিষ্ঠান
বড়লাট হেস্টিংসকলকাতা মাদ্রাসা (১৭৮১ খ্রিস্টাব্দ)
উইলিয়াম জোন্সকলকাতা এশিয়াটিক সোসাইটি (১৭৮৪ খ্রিস্টাব্দ)
জোনাথন ডানকানসংস্কৃত কলেজ (১৭৯২ খ্রিস্টাব্দ)
মার্শম্যান,ওয়ার্ড ও উইলিয়াম কেরিশ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন (১৮০০ খ্রিস্টাব্দ)
রামমোহন রায়অ্যাংলো হিন্দু স্কুল (১৮১৫ খ্রিস্টাব্দ)
রামমোহন,ডেভিড হেয়ার,রাধাকান্ত দেব,স্যার এডওয়ার্ড হাইড ও বৈদ্যনাথ মুখোপাধ্যায়হিন্দু কলেজ (১৮১৭ খ্রিস্টাব্দ)
ডেভিড হেয়ারহেয়ার স্কুল (১৮১৮ খ্রিস্টাব্দ)
রামমোহন ও ডেভিড হেয়ারকলকাতা স্কুল বুক সোসাইটি (১৮১৭ খ্রিস্টাব্দ),কলকাতা স্কুল সোসাইটি (১৮১৮ খ্রিস্টাব্দ)
আলেকজান্ডার ডাফজেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন (১৮৩০ খ্রিস্টাব্দ)
১০জেনারেল মিন্টোকমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন (১৮২৩ খ্রিস্টাব্দ)
১১রামমোহন রায়আত্মীয় সভা (১৮১৪-১৫ খ্রিস্টাব্দ),ব্রাহ্মসভা (১৮২৮ খ্রিস্টাব্দ)
১২দেবেন্দ্রনাথ ঠাকুরতত্ত্ববোধিনী সভা (১৮৩৯ খ্রিস্টাব্দ)
১৩ডিরোজিওএকাডেমিক অ্যাসোসিয়েশন (১৮২৭ খ্রিস্টাব্দ)
১৪বিদ্যাসাগরমেট্রোপলিটন ইনস্টিটিউশন
১৫লর্ড ওয়েলেসলিফোর্ট উইলিয়াম কলেজ (১৮০০ খ্রিস্টাব্দ )
১৬ডেভিড ড্রামন্ডধর্মতলা একাডেমি
১৭ড্রিংক ওয়াটার বেথুনহিন্দু বালিকা বিদ্যালয় (১৮৪৯ খ্রিস্টাব্দ )
১৮কালীনাথ রায় চৌধুরী,দ্বারকানাথ ঠাকুর,প্রসন্নকুমার ঠাকুর এবং রামমোহনের শিষ্যরাবঙ্গভাষা প্রকাশিকা সভা (১৮৩৬ খ্রিস্টাব্দ )
১৯রাধাকান্ত দেব,দ্বারকা নাথ ঠাকুর,প্রসন্নকুমার ঠাকুরজমিদার সভা (১৮৩৮ খ্রিস্টাব্দ )
২০উইলিয়াম অ্যাডামব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (১৮৩৯ খ্রিস্টাব্দ )
২১দ্বারকানাথ ঠাকুর ও জর্জ টমসনবেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (১৮৪৩ খ্রিস্টাব্দ )
২২দ্বারকানাথ ঠাকুরব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (১৮৫১ খ্রিস্টাব্দ )
২৩দাদাভাই নৌরোজীবোম্বাই অ্যাসোসিয়েশন (১৮৫২ খ্রিষ্টাব্দ )
২৪রবীন্দ্রনাথ ঠাকুরবিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (১৯২১ খ্রিষ্টাব্দ )
২৫কেশব চন্দ্র সেনব্রাহ্ম বন্ধু সভা (১৮৬৭ খ্রিস্টাব্দ),সঙ্গত সভা (১৮৬০ খ্রিস্টাব্দ),ক্যালকাটা কলেজ (১৮৬২ খ্রিস্টাব্দ),বামাবোধিনী সভা (১৮৬৩ খ্রিস্টাব্দ), ব্রাহ্মিকা সমাজ (১৮৬৫ খ্রিস্টাব্দে)
২৬কেশব চন্দ্র সেন ও তার অনুগামীরাভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ (১৮৬৬ খ্রিস্টাব্দ )
২৭কেশব চন্দ্র সেননববিধান ব্রাহ্মসমাজ (১৮৮০ খ্রিস্টাব্দ )
২৮শিবনাথ শাস্ত্রী,আনন্দমোহন বসু,দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়,দুর্গা মোহন দাসসাধারণ ব্রাহ্মসমাজ (১৮৭৮ খ্রিস্টাব্দ )
২৯আত্মারাম পান্ডুরঙ্গপ্রার্থনা সমাজ (১৮৬৭ খ্রিষ্টাব্দ )
৩০মহাদেব গোবিন্দ রানাডে বিধবাবিবাহ সমিতি (১৮৬১ খ্রিস্টাব্দে ) দাক্ষিণাত্য শিক্ষা সমিতি (১৮৮৪ খ্রিস্টাব্দ)
৩১দাদাভাই নৌরোজী,নৌরোজী ফার্দুনজী, এস এস বেঙ্গলিরেহনুমাই মাজদায়সন সভা।
৩২স্বামী দয়ানন্দ সরস্বতীআর্য সমাজ (১৮৭৫ খ্রিস্টাব্দ)
৩৩লালা হংসরাজদয়ানন্দ এংলো বৈদিক কলেজ (১৮৮৬ খ্রিস্টাব্দ )
৩৪স্বামী শ্রদ্ধানন্দগুরুকুল আশ্রম (১৯০২ খ্রিস্টাব্দ )
৩৫মাদাম ব্লাভটস্কি ও কর্নেল এইচ এস ওলকটথিওসফিক্যাল সোসাইটি (১৮৭৫ খ্রিস্টাব্দ )
৩৬শ্রীমতি অ্যানি বেশান্তকেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়
৩৭স্যার সৈয়দ আহমেদ খানসায়েন্টিফিক সোসাইটি (১৮৬৫ খ্রিস্টাব্দ ),অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ (১৮৭৫ খ্রিস্টাব্দ ), আলীগড় বিশ্ববিদ্যালয়।
৩৮থিওডোর বেকইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন (১৮৮৮ খ্রিস্টাব্দ ),মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স এসোসিয়েশন অফ আপার ইন্ডিয়া (১৮৯৩ খ্রিস্টাব্দ)
৩৯ডক্টর মহেন্দ্রলাল সরকারদি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (১৮৭৬ খ্রিস্টাব্দ )
৪০জগদীশচন্দ্র বসুবসু বিজ্ঞান মন্দির (১৯৯৭ খ্রিস্টাব্দ )
৪১আচার্য প্রফুল্ল চন্দ্র রায়বেঙ্গল কেমিক্যাল
৪২আশুতোষ মুখোপাধ্যায়বিজ্ঞান কলেজ বা ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি (১৯১৬ খ্রিস্টাব্দ )
৪৩শিল্পপতি টাটাইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স (১৯১১ খ্রিস্টাব্দ )
৪৪স্বামী বিবেকানন্দরামকৃষ্ণ মিশন (১৮৯৭ খ্রিস্টাব্দ )
৪৫শিশির কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষইন্ডিয়ান লিগ (১৮৭৫ খ্রিস্টাব্দ )
৪৬আনন্দমোহন বসু,শিবনাথ শাস্ত্রী,দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা (১৮৭৬ খ্রিস্টাব্দ )
৪৭দাদাভাই নওরজীইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (১৮৬৯ খ্রিস্টাব্দে )
৪৮গোপাল হরি দেশমুখপুনা সার্বজনীন সভা (১৮৬৭ খ্রিস্টাব্দ)
৪৯কাশীনাথ ত্রিম্বক তেলাং,ফিরোজ শাহ মেহতা ও বদরুদ্দীন তাইয়াবজীবোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন
৫০অ্যালান অক্টোভিয়ান হিউমজাতীয় কংগ্রেস (১৮৮৫ খ্রিস্টাব্দ )
৫১নীলরতন সরকারন্যাশনাল মেডিকেল কলেজ
৫২সতীশ চন্দ্র মুখোপাধ্যায়ডন সোসাইটি (১৯০২ খ্রিস্টাব্দ)
৫৩শচীন্দ্র প্রসাদ বসুঅ্যান্টি সার্কুলার সোসাইটি (১৯০৫ খ্রিস্টাব্দ)
৫৪অশ্বিনী কুমার দত্তস্বদেশ বান্ধব সমিতি
৫৫সতীশ চন্দ্র বসু ও ব্যারিস্টার পি মিত্রঅনুশীলন সমিতি (১৯০২খ্রিস্টাব্দ )
৫৬বিনায়ক দামোদর সাভারকারমিত্র মেলা (১৮৯৯ খ্রিস্টাব্দ),অভিনব ভারত
৫৭শ্যামজী কৃষ্ণ বর্মাইন্ডিয়ান হোমরুল সোসাইটি (১৯০৫ খ্রিস্টাব্দ )
৫৮তারকনাথ দাসইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ (১৯০৭ খ্রিস্টাব্দ)
৫৯লালা হরদয়ালগদর পার্টি ( ১৯১৩ খ্রিস্টাব্দ )
৬০নবাব সলিমুল্লাহসর্বভারতীয় মুসলিম লীগ (১৯০৬ খ্রিস্টাব্দ )
৬১মহাত্মা গান্ধীসবরমতী আশ্রম (১৯১৬ খ্রিস্টাব্দে )
৬২চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরুস্বরাজ্য দল (১৯২৩ খ্রিস্টাব্দ )
৬৩রাসবিহারী বোসআজাদ হিন্দ সংঘ
৬৪অ্যানি বেশান্ত ও বালগঙ্গাধর তিলকহোমরুল লীগ
৬৫সুভাষচন্দ্র বসুফরওয়ার্ড ব্লক (১৯৩৯ খ্রিস্টাব্দ )
৬৬মদনমোহন মালব্যকাশী হিন্দু বিশ্ববিদ্যালয়
৬৭ভিকাজি রুস্তম কামাফ্রি ইন্ডিয়া সোসাইটি

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৬ খ্রিস্টাব্দে।

২. বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ প্রমথনাথ মিত্র।

৩. গদর পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে ১৯১৩ খ্রিস্টাব্দে লালা হরদয়াল।

৪. আত্মন্নতি সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ বিপিন বিহারী গাঙ্গুলী।

৫. মাদ্রাজে মহাজন সভার প্রতিষ্ঠা কবে হয়?
উঃ ১৮৮৪ খ্রিস্টাব্দে।

৬. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি কে ছিলেন?
উঃ রাধাকান্ত দেব।

৭. হিন্দু কলেজ বর্তমানে কোন নামে পরিচিত হয়?
উঃ প্রেসিডেন্সি কলেজ (১৮৫৫ খ্রিস্টাব্দ )।

৮. ফোর্ট উইলিয়াম কলেজের দুজন প্রখ্যাত অধ্যাপকের নাম কি?
উঃ উইলিয়াম কেরি ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

৯. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন পরবর্তীকালে কি নামে পরিচিত হয়?
উঃ স্কটিশ চার্জ কলেজ (১৮৩০ খ্রিস্টাব্দ)।

১০. স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন? উঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।

১১. বাঙালি তথা ভারতবাসীদের মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
উঃ বঙ্গভাষা প্রকাশিকা সভা।

১২. জমিদার সভার সভাপতি কে ছিলেন?
উঃ রাধাকান্ত দেব।

১৩. ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কোথায় স্থাপিত হয়?
উঃ ইংল্যান্ডে।

১৪. বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সম্পাদক ও সভাপতি কে ছিলেন?
উঃ সম্পাদক ছিলেন প্যারিচাঁদ মিত্র ও সভাপতি ছিলেন টমসন।

১৫. বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির নাম “ভারতবর্ষীয় সভা” নামে কে আখ্যা দেন?
উঃ পন্ডিত ভূদেব মুখোপাধ্যায়।

১৬. কোন দুই সোসাইটি বা সভার মিলিত রূপ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন?
উঃ জমিদার সভা ও বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি।

১৭. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রথম সভাপতি ও সম্পাদক কে ছিলেন?
উঃ প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব ও সম্পাদক ছিলেন দ্বারকা নাথ ঠাকুর।

১৮. পুনাতে ডেকান এসোসিয়েশন ও মাদ্রাজে মাদ্রাজ নেটিভ এসোসিয়েশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উঃ পুনায় ডেকান অ্যাসোসিয়েশন ও মাদ্রাজে নেটিভ অ্যাসোসিয়েশন ১৮৫২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

১৯. বোম্বাইয়ে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কারা?
উঃ আচার্য ধন্দ কেশব কার্ভে ও শ্রীমতি থ্যাকরসে ১৯১৬ খ্রিস্টাব্দে।

২০. বারাণসী তে সেন্ট্রাল হিন্দু গার্লস কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ শ্রীমতি অ্যানি বেশান্ত ১৯০৪ খ্রিস্টাব্দে।

২১. বামাবোধিনী সভা ও ব্রাহ্মিকা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ কেশব চন্দ্র সেন।

২২. দেবেন্দ্রনাথ এর ব্রাহ্মসমাজ পরবর্তীকালে কি নামে পরিচিত লাভ করে?
উঃ আদি ব্রাহ্মসমাজ।

২৩. নববিধান ব্রাহ্মসমাজ এর প্রতিষ্ঠাতা কে?
উঃ কেশব চন্দ্র সেন।

২৪. লাহরে দয়ানন্দ এংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ লালা হংসরাজ।

২৫. হরিদ্বারে গুরুকুল আশ্রম কে স্থাপন করেন?
উঃ স্বামী শ্রদ্ধানন্দ।

২৬. ফিলোসফিক্যাল সোসাইটি কোথায় স্থাপন করা হয়েছিল?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।

২৭. কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় কার প্রচেষ্টায় বারাণসীতে হিন্দু বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়?
উঃ মদনমোহন মালব্য।

২৮. আলীগড় বিশ্ববিদ্যালয়ের পূর্ব নাম কি?
উঃ এংলো ওরিয়েন্টাল কলেজ।

২৯. কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮০৫ খ্রিস্টাব্দে।

৩০. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রথম ডিরেক্টর কে ছিলেন?
উঃ সি ভি রমন।


৩১. ইন্ডিয়ান লীগের সভাপতি কে ছিলেন?
উঃ শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়।

৩২. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৩৩. কলকাতায় এন্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উঃ শচীন্দ্রপ্রসাদ বসু।

৩৪. হিন্দু ধর্মের অন্তরায় বিলাসী সংঘ নামে গুপ্ত সমিতি কারা প্রতিষ্ঠা করেন?
উঃ দামোদর হরি চাপেকর ও বালকৃষ্ণ হরি চাপেকর।

৩৫. ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ ধন্দ কেশব কার্ভে।

৩৬. বেঙ্গলি টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন?
উঃ প্রফুল্ল চন্দ্র রায় (১৯০৬ খ্রিস্টাব্দে)।

৩৭. অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায়।

৩৮. হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ ডেভিড হেয়ার।

৩৯. হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কারা?
উঃ ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, যোগেশচন্দ্র চ্যাটার্জী।

৪০. হরিজন সেবক সংঘ কে স্থাপন করেন?
উঃ মহাত্মা গান্ধী।


৪১. উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ মহাদেব গোবিন্দ রানাডে।

৪২. গোপালকৃষ্ণ গোখলের প্রতিষ্ঠিত সোসাইটির নাম কি?
উঃ সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি।

৪৩. রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠ কে স্থাপন করেন?
উঃ বিবেকানন্দ।

৪৪. কোন মিশন ফিমেল জুভেনাইল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ ক্যালকাটা ব্যাপটিস্ট মিশন।

৪৫. ভারত সেবক সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ গোখলে।

৪৬. সত্যশোধক সমাজ কে স্থাপন করেন?
উঃ জ্যোতিবা ফুলে।

৪৭. যুগান্তর দল কে স্থাপন করেন?
উঃ বারিন্দ্র কুমার ঘোষ।

৪৮. ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে স্থাপন করেন?
উঃ বি আর আম্বেদকর।

৪৯. জমিদার সভার যুগ্ম সম্পাদক কারা ছিলেন?
উঃ প্রসন্নকুমার ঠাকুর ও ডব্লিউ সি হ্যারি। ( প্রাণপুরুষ ছিলেন দ্বারকা নাথ ঠাকুর)।

৫০. আজাদ হিন্দ সরকার কে স্থাপন করেন?
উঃ সুভাষচন্দ্র বোস।

Sharing Is Caring:

Leave a Comment