সভ্যতার সূচনা থেকে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা

১৫১. হরপ্পা কথাটির অর্থ কি?
উঃ পশুপতির খাদ্য।

১৫২. মাতৃ দেবতার গর্ভ থেকে চারাগাছ বেরিয়ে আসছে এরকম শিলমোহর কোথায় পাওয়া গেছে?
উঃ কালিবঙ্গানে।

১৫৩. সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে?
উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

১৫৪. কোন দুটি স্থানে অগ্নিকুণ্ডের অস্তিত্ব পাওয়া গেছে?
উঃ লোথাল ও কালিবঙ্গানে।

১৫৫. হরপ্পার কোন শহরটি জল নিকাশি ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল?
উঃ ধোলাভিরা।

১৫৬. লাঙলের টেরাকোটার মডেল পাওয়া যায় কোথায়?
উঃ বানওয়ালিতে।

১৫৭. হরপ্পা সভ্যতায় কোথায় স্টেডিয়াম প্রত্যক্ষ হয়?
উঃ ধোলাভিরাতে।

১৫৮. কোটদিসি কোথায় অবস্থিত?
উঃ সিন্ধের ক্ষীরপুর অঞ্চলে।

১৫৯. বানওয়ালী কোথায় অবস্থিত?
উঃ হরিয়ানার হিসার জেলাতে।

১৬০. চানহুদারো কোথায় অবস্থিত?
উঃ সিন্ধু প্রদেশের সরকন্দ অঞ্চলে।

১৬১. লোথালের বর্তমান অবস্থান কোথায়?
উঃ গুজরাটের আমেদাবাদ জেলার সারাঙ্গা জেলায়।

১৬২. লোথাল কে আবিষ্কার করেন?
উঃ এস আর রাও।

১৬৩. সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র কোনটি?
উঃ মহেঞ্জোদারো।

১৬৪. হরপ্পা সভ্যতার একমাত্র পুরুষ দেবতা কে?
উঃ পশুপতি বা আদি শিব ।

১৬৫. কোন সভ্যতার লোকেরা পৃথিবীতে প্রথম তুলো চাষ করেছিল?
উঃ সিন্ধু সভ্যতার লোকেরা।

১৬৬. হরপ্পা সভ্যতায় কোন লিপির ব্যবহার ছিল?
উঃ সিন্ধু লিপির।

১৬৭. সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি?
উঃ মেসোপটেমিয়া সভ্যতা।

১৬৮. সিন্ধু সভ্যতার সমাজের বৈশিষ্ট্য কি ছিল?
উঃ সমাজ ছিল মাতৃতান্ত্রিক।

১৬৯. আলমগীরপুর কোথায় অবস্থিত?
উঃ উত্তরপ্রদেশের মিরাট জেলার হিন্দন নদীর তীরে।

১৭০. রুপার কোথায় অবস্থিত?
উঃ পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে।

১৭১. ধোলাভিরা শহরটির আবিষ্কারক কে?
উঃ জে পি জোশী।

১৭২. রাখিগড়হি স্থানটির আবিষ্কারক কে?
উঃ অমরেন্দ্রনাথ ।

১৭৩. সিন্ধু সভ্যতার কোন স্থানকে বন্দর শহর বলা হয়?
উঃ লোথালকে।

১৭৪. সিন্ধু সভ্যতার মানুষের ব্যবহার করা প্রথম ধাতু কোনটি?
উঃ তামা।

১৭৫. কোন শহরটি কে ঐতিহাসিকেরা হরপ্পা সভ্যতার ল্যাঙ্কাশায়ার বলে অভিহিত করেন?
উঃ চানহুদারো।

Sharing Is Caring:

Leave a Comment