সভ্যতার সূচনা থেকে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা

১২৬. হরপ্পা নগরী কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উঃ রাভী নদীর তীরে।

১২৭. বাটখারার সন্ধান কোথায় পাওয়া যায়?
উঃ হরপ্পাতে।

১২৮. ব্রোঞ্জের স্কেল ব্যবহারে নিদর্শন কোথায় পাওয়া যায়?
উঃ মহেঞ্জোদারোতে।

১২৯. ১৯২৫ খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার কয়টি সীল পাওয়া গেছে?
উঃ ২৫০০ টি।

১৩০. আধুনিক কালে সিন্ধু সভ্যতার লিপি কিছুটা পাঠোদ্ধার করেছেন কে?
উঃ ভারতের একজন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ শ্রী. এস. আর. রাও।

১৩১. সিন্ধু সভ্যতার প্রকৃত নির্মাতা কারা?
উঃ দ্রাবিড় জাতিগোষ্ঠী।

১৩২. সিন্ধু সভ্যতায় যে মৃৎপাত্রের সন্ধান পাওয়া গেছে সেগুলির রং কেমন ছিল?
উঃ কালো ও লাল।

১৩৩. সিন্ধু সভ্যতা ধ্বংসকারী প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে?
উঃ ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে।

১৩৫. সিন্ধু সভ্যতায় কোথায় ইটভাটার অস্তিত্ব পাওয়া যায়?
উঃ কালিবঙ্গান।

১৩৬. চোঙাকৃতির বাসনপত্র কোন স্থানে পাওয়া যায়?
উঃ আলমগীর পুর।

১৩৭. হরপ্পা সভ্যতার কোথায় হাতির পায়ের অস্থি পাওয়া গিয়েছিল?
উঃ কালিবঙ্গান।

১৩৮. সিন্ধু সভ্যতা কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ জন মার্শাল ।

১৩৯. সিন্ধু সভ্যতার বিনাশের মূল কারণ গুলি কি ছিল?
উঃ আর্যদের আগমন, খরা ও বন্যা।

১৪০. হরপ্পা সভ্যতায় পশুপতি শিবের কয়টি মুখ ছিল?
উঃ তিনটি।

১৪১. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ফসলের চাষ প্রথম শুরু করে?
উঃ তুলা।

১৪২. ধানের তুষের অস্তিত্ব পাওয়া গেছে কোথায়?
উঃ রংপুর।

১৪৩. রংপুর স্থানটির আবিষ্কারক কে?
উঃ এম. এস. ভাটস।

১৪৪. কোন উপকূলের মাধ্যমে সিন্ধু বাসীরা বাণিজ্য করত?
উঃ মাকরান উপকূল।

১৪৫. হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে?
উঃ দয়ারাম সাহানী।

১৪৬. সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি?
উঃ হরপ্পা।

১৪৭. নৌকা তৈরীর প্রধান কেন্দ্র কোনটি ছিল?
উঃ হরপ্পা।

১৪৮. সুরকোটরা কোথায় অবস্থিত?
উঃ গুজরাটের কচ্ছ অঞ্চলে।

১৪৯. ১২ টি শিংযুক্ত বাঘের সীলমোহর পাওয়া গেছে কোন স্থানে?
উঃ বানওয়ালিতে।

১৫০. কালিবঙ্গানের বর্তমান অবস্থান কোথায়?
উঃ বর্তমান রাজস্থানের গঙ্গানগর এর হনুমান গড়ে।

Sharing Is Caring:

Leave a Comment