সভ্যতার সূচনা থেকে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা

১০১. নৃত্যরত নটরাজ মূর্তি কোথায় পাওয়া গেছে?
উঃ হরপ্পাতে।

১০২.সুমেরীয়রা সিন্ধু সভ্যতা কে কি নামে ডাকত?
উঃ মেলুহা।

১০৩. হরপ্পা সভ্যতায় বিশেষভাবে জল সংরক্ষণ এবং সেচ খাল এর নিদর্শন কোথায় পাওয়া যায়?
উঃ ধোলাভিরা।

১০৪. সুতা কাটবার যন্ত্র পাওয়া গেছে কোথা থেকে?
উঃ মহেঞ্জোদারো।

১০৫. মৃৎশিল্পের বিকাশ ঘটেছিল কোন নগরে?
উঃ সিন্ধু নগরে।

১০৬. পাখা মেলা ঈগল পাখির ছাপ ওয়ালা দুটি শিলমোহর পাওয়া গেছে কোথায়?
উঃ হরপ্পা ও চানহুদারোতে।

১০৭. ধান চাষের অস্তিত্ব পাওয়া গেছে কোন অঞ্চলে?
উঃ লোথালে।

১০৮. কত অব্দ নাগাত সুমের থেকে কুমোরের চাক এসেছিল?
উঃ ৪০০০ অব্দতে।

১০৯. হরপ্পা বাসীরা যে টোটেম পূজা করত তার অর্থ কি?
উঃ জীবজন্তু ও জড়পদার্থ কে দেবজ্ঞানে পূজো করা।

১১০. হরপ্পা সভ্যতায় তখনও কিসের প্রচলন ঘটে নি?
উঃ মুদ্রার।

১১১. সিন্ধু সভ্যতার একাংশে একইসঙ্গে একজন পুরুষ ও মহিলাকে কবর দেওয়া রীতি দেখা গেছে,স্থানটি কোথায়?
উঃ লোথালে।

১১২. হরপ্পার কোন স্থানে একটি পোতাশ্রয় ছিল?
উঃ লোথালে।

১১৩. সিন্ধু উপত্যকা থেকে কোন সামগ্রী গুলি রপ্তানি করা হতো?
উঃ তুলো, সূতিবস্ত্র, তামা, হাতির দাঁত ও হাতির দাঁতের তৈরি নানা জিনিসপত্র।

১১৪. চাকার আবিষ্কার প্রথম কোন যুগে শুরু হয়?
উঃ নব্য প্রস্তর যুগে।

১১৫. হরপ্পা সভ্যতার সমসাময়িককালে কোথায় তামার রথ পাওয়া গেছে?
উঃ বানওয়ালিতে।

১১৬. কত খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মহেঞ্জোদারো শহরটি নির্মিত হয়?
উঃ ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ।

১১৭. সিন্ধু সভ্যতার প্রধান শহর কোনগুলি?
উঃ হরপ্পা মহেঞ্জোদারো লোথাল কালিবঙ্গান ধোলাবিরা রাখিগড়হি।

১১৮. ১৯৬৪-৬৫ সালে কার অধীনে মহেঞ্জোদারোতে শেষ বড় খননকার্য চলেছিল?
উঃ ড: জি. এফ. ডেলসের অধীনে।

১১৯. সিন্ধু সভ্যতার মূল কেন্দ্র কোনটি?
উঃ সিন্ধু নদ অববাহিকা।

১২০. কত খ্রিস্টাব্দে এবং কোথায় হরপ্পা শহরটি আবিষ্কৃত হয়?
উঃ ১৯২০ এর দশকে তদানীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে।

১২১. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উঃ সরস্বতী নদীর তীরে।

১২২. কত খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মহেঞ্জোদারো শহরটি বিনষ্ট হয়েছিল?
উঃ ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ।

১২৩. সিন্ধু সভ্যতা আবিষ্কারে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল?
উঃ প্রত্নতত্ত্ববিদ মার্টিমার হুইলার।

১২৪. সিন্ধু সভ্যতা আবিষ্কারে তিনজন প্রত্নতাত্ত্বিক বিশেষ ভূমিকা রেখেছিলেন তাঁরা কারা?
উঃ কাশীনাথ দীক্ষিত, ননী গোপাল মজুমদার এবং স্যার মার্টিমার হুইলার।

১২৫. স্যার মার্টিমার হুইলারের মতে কত খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সিন্ধু সভ্যতা শুরু হয়েছিল?
উঃ ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ।

Sharing Is Caring:

Leave a Comment