সভ্যতার সূচনা থেকে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা

৭৬. হরপ্পা সভ্যতায় ধর্মীয় প্রতীক হিসেবে কোন চিহ্নের ব্যবহার দেখা যায়?
উঃ স্বস্তিক চিহ্ন।

৭৭. সিন্ধু সভ্যতা কোন যুগীয় সভ্যতা?
উঃ ব্রোঞ্জ যুগীয় সভ্যতা।

৭৮. হরপ্পা সভ্যতার পথিকৃৎ কোন সভ্যতা?
উঃ মেহেরগড় সভ্যতা।

৭৯. হরপ্পা, মহেঞ্জোদারো ও লোথালে কোন ইটের তৈরি বাড়ি দেখা গেছে?
উঃ পোড়া ইঁট।

৮০.দুর্গের ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোন স্থানে?
উঃ মহেঞ্জোদারো, হরপ্পা ও কালিবঙ্গানে।

৮১.কোন স্থানে দুর্গ কে ঘিরে বিরাট প্রাচীর ছিল?
উঃ কালিবঙ্গানে।

৮২. কে মনে করেন ‘সিন্ধু অঞ্চল ছিল একটি সাম্রাজ্য এবং এর কেন্দ্রে ছিল পুরোহিত রাজা(প্রিস্ট কিং)’?
উঃ মার্টিমার হুইলার।

৮৩. নাঙলের সন্ধান কোথায় পাওয়া গেছে?
উঃ কালিবাঙ্গানে।

৮৪. ল্যাপিস লাজুলি বা নীলকান্তমণি কোন দেশ থেকে আমদানি হত?
উঃ পারস্য ও আফগানিস্তান থেকে।

৮৫. ওজনের যন্ত্র কোথায় পাওয়া গেছে?
উঃ লোথালে।

৮৬. হরপ্পা সভ্যতায় কোন পূজার প্রচলন ছিল?
উঃ মূর্তি পূজার।

৮৭.হরপ্পা সভ্যতায় মৃতদেহ গুলি কবর দেওয়ার সময় শবের মাথা কোন দিকে রাখা হত?
উঃ উত্তর দিকে।

৮৮. সিন্ধুলিপি ছিল _ লিপি?
উঃ চিত্রলিপি।

৮৯. সিন্ধুর শীলমোহর গুলিতে হরফ খোদাই দেখে কি জানা যায়?
উঃ সিন্ধু অধিবাসীরা লিখতে ও গুনতে জানতো।

৯০. সিন্ধু সভ্যতার প্রধান শিল্প কি ছিল?
উঃ বস্ত্র বয়ন শিল্প।

৯১. কালি রাখার পাত্র পাওয়া গেছে কোন শহরে?
উঃ চানহুদারো শহরে।

৯২. হরপ্পা সভ্যতার কোন শহরটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে?
উঃ ধোলাভিরা।

৯৩. উটের অস্থি আবিষ্কৃত হয়েছে কোন স্থান থেকে?
উঃ কালিবঙ্গান।

৯৪. মেহেরগড় সভ্যতা কোন পাসের নিকট অবস্থিত?
উঃ বোলান পাস।

৯৫. বর্তমানে মেহেরগড় সভ্যতা কোন স্থানে অবস্থিত?
উঃ বালুচিস্তান।

৯৬. সিন্ধু সভ্যতার কোন শহরটিতে দুর্গের অস্তিত্ব পাওয়া যায়নি?
উঃ চানহুদারো শহরে।

৯৭. হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা?
উঃ চ্যালকোলিথিক।

৯৮. হরপ্পা সভ্যতার পূর্ব সীমান্তের নাম কি?
উঃ আলমগীরপুর।

৯৯. হরপ্পা যুগে নগর সভ্যতার বিকাশের মূল কারণ কি ছিল?
উঃ কৃষিজ উৎপাদনের অতিরিক্ত বৃদ্ধি।

১০০. সিন্ধু সভ্যতার পশ্চিম সীমা কোনটি?
উঃ বালুচিস্তান।

Sharing Is Caring:

Leave a Comment