সভ্যতার সূচনা থেকে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা

৫১. প্রাচীন বিশ্বের বৃহত্তম সভ্যতা কোন সভ্যতা কে বলে?
উঃ হরপ্পা সভ্যতা।

৫২. হরপ্পা ও মহেঞ্জোদারো নগরী দুটোর মধ্যে দূরত্ব কত?
উঃ ৪৮৩ কিলোমিটার।

৫৩. হরপ্পা সভ্যতা কতদূর বিস্তৃত?
উঃ সিন্ধুতট অতিক্রম করে পাঞ্জাব, বালুচিস্তান,রাজপুতনা, গুজরাট, সৌরাষ্ট্র এবং নর্মদা উপত্যকা পর্যন্ত।

৫৪. দৈর্ঘ্যে ১৮০ ফুট ও প্রস্থে ১০৮ ফুট একটি বিরাট বাঁধানো স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছে?
উঃ মহেঞ্জোদারোতে।

৫৫. হরপ্পা সভ্যতায় যে শস্যাগার আবিষ্কৃত হয়েছে তার আয়তন কত? উঃ ৯০০০ বর্গফুট।

৫৬. ড: এ. এল. ব্যাসাম কেন্দ্রীয় শস্যাগারকে কিসের সাথে তুলনা করেছেন?
উঃ রাষ্ট্রীয় ব্যাংকের সাথে।

৫৭. খননকার্যের ফলে মহেঞ্জোদারো ও হরপ্পায় কটি করে স্তর আবিষ্কৃত হয়েছে?
উঃ মহেঞ্জোদারোতে সভ্যতার ৯ টি স্তর ও হরপ্পাতে ৫ টি স্তর আবিষ্কৃত হয়েছে।

৫৮. হরপ্পা সভ্যতা নগরকেন্দ্রিক হলেও তার মূল ভিত্তি কি ছিল?
উঃ কৃষি।

৫৯. হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন প্রাণীকে পোষ মানাতে পারেনি?
উঃ ঘোড়া।

৬০. হরপ্পা সভ্যতায় রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ কি ছিল?
উঃ সুতিবস্ত্র ও তুলো।

৬১. কোন প্রথার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য চলতো?
উঃ বিনিময় প্রথা।

৬২. বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটি?
উঃ লোথাল।

৬৩. সিন্ধুলিপি কোন দিক থেকে কোন দিকে পড়া হত?
উঃ ডান দিক থেকে বাম দিকে।

৬৪. কত খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়?
উঃ আনুমানিক ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে।

৬৫. হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন খননকার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কে ছিলেন?
উঃ স্যার জন মার্শাল।

৬৬. সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল?
উঃ সোনা, রুপা,তামা ও ব্রোঞ্জ।

৬৭. হরপ্পা সভ্যতার সাথে জলপথে ও স্থলপথে কোন দেশ গুলির সাথে ব্যবসা বাণিজ্য চলত?
উঃ ক্রিট, সুমের ও মেসোপটেমিয়া ।

৬৮. যানবাহন হিসেবে সিন্ধুবাসীরা কোন বাহন গুলি ব্যবহার করত?
উঃ উট, গাধা, দু চাকা বিশিষ্ট গরু ও ষাঁড়ের গাড়ি।

৬৯. সিন্ধু উপত্যকায় প্রচুর সিলমোহর আবিষ্কৃত হয়েছে সেগুলি কোন ধাতুর ছিল?
উঃ তামা ও ব্রোঞ্জ। এছাড়া পোড়ামাটির শিলমোহর ও পাওয়া গেছে।

৭০. হরপ্পা সভ্যতায় কিসের অস্তিত্ব পাওয়া যায়নি?
উঃ মন্দির।

৭১. ভারতীয় বণিকদের উপনিবেশের সন্ধান কোথায় পাওয়া গেছে?
উঃ পশ্চিম এশিয়ার আক্কাদে।

৭২. সিন্ধু সভ্যতায় কাঠের লাঙ্গল ব্যবহারে নিদর্শন কোথায় পাওয়া গেছে?
উঃ কালিবঙ্গান।

৭৩. নৃত্যরত মহিলার ব্রোঞ্জ মূর্তি কোথায় পাওয়া গেছে?
উঃ মহেঞ্জোদারো।

৭৪. মহেঞ্জোদারোতে যে স্নানাগারটি পাওয়া গেছে তার গভীরতা কত?
উঃ ৮ ফুট।

৭৫. সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জ্ঞানের মূল উৎস কি?
উঃ প্রত্নতাত্ত্বিক খননকার্য।

Sharing Is Caring:

Leave a Comment