সভ্যতার সূচনা থেকে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা

২৬. মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায়ের সময়কাল কত?
উঃ খ্রিস্টপূর্ব ৪০০০ থেকে ৩২০০ খ্রিস্টপূর্বাব্দ।

২৭. এই পর্যায়ে কোন জিনিসের ব্যবহার ব্যাপক পরিমাণে দেখা যায়?
উঃ নানা রঙের মৃৎপাত্রের।

২৮. মেহেরগড় সভ্যতার পতন কবে হয়?
উঃ খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের মাঝামাঝি।

২৯. পাঞ্জাবের মন্টেগোমারী জেলার ইরাবতী বা রাভী নদীর তীরে যে উন্নত নগর সভ্যতার সন্ধান পাওয়া যায় তার খননকার্য কে করেছিলেন?
উঃ ১৯২১ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি।

৩০. মহেঞ্জোদারো খননকার্যের কৃতিত্ব কার?
উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

৩১. কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো খননকার্য করা হয়?
উঃ ১৯২২ খ্রিস্টাব্দে।

৩২. মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?
উঃ সিন্ধু নদের পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত।

৩৩. মহেঞ্জোদারো কথার অর্থ কি?
উঃ মৃতের স্তুপ।

৩৪. মহেঞ্জোদারো কোন শব্দ?
উঃ সিন্ধি শব্দ।

৩৫. ভারতের প্রাচীনতম সভ্যতা কোন সভ্যতা নামে পরিচিত?
উঃ সিন্ধু সভ্যতা।

৩৬. সিন্ধু সভ্যতার অপর নাম কি?
উঃ হরপ্পা সভ্যতা।

৩৭. ১৮৭৫ খ্রিস্টাব্দে হরপ্পায় যে শিলমোহর আবিষ্কার হয়েছিল তার আবিষ্কারক কে?
উঃ আলেকজান্ডার কানিংহাম।

৩৮. হরপ্পা সভ্যতার কাল সীমা খ্রিস্টপূর্ব ২৩০০ থেকে খ্রিস্টপূর্ব ১৭৫০ এর মধ্যে স্থিরীকৃত হয়েছে কোন পরীক্ষার দ্বারা?
উঃ রেডিও কার্বন ১৪ পরীক্ষা।

৩৯. সিন্ধু সভ্যতার প্রথম দুটি কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়েছে?
উঃ সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের মন্টেগোমারি জেলার হরপ্পাতে।

৪০. কিন্তু সভ্যতার আরও কতগুলি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে?
উঃ ১৫০০ টি।

৪১. হরপ্পা সভ্যতায় যে চারটি জাতি গোষ্ঠীর মানুষের সন্ধান পাওয়া গেছে সেগুলির নাম কি?
উঃ প্রোটো অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, অ্যালপাইন ও মোঙ্গলীয়।

৪২. কোন লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি?
উঃ সিন্ধু লিপি।

৪৩. লোথাল কোথায় অবস্থিত?
উঃ গুজরাটের ভোগাবর নদীর তীরে।

৪৪. লোথালের প্রধান বৈশিষ্ট্য কি?
উঃ এটি একটি বন্দর নগরী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র।

৪৫. হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে?
উঃ লোথাল।

৪৬. সিন্ধু সভ্যতার অধিবাসীদের অর্থনৈতিক জীবনের প্রধান ভিত্তি কি ছিল?
উঃ কৃষি।

৪৭. সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না?
উঃ লোহা।

৪৮. হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল?
উঃ নগর পরিকল্পনা।

৪৯. নদীমাতৃক সভ্যতা কোন গুলি?
উঃ হরপ্পা সভ্যতা, সুমের,আক্কাদ ব্যাবিলন ও মিশর সভ্যতা।

৫০. হরপ্পা সভ্যতার আয়তন কত?
উঃ ১২ লক্ষ ৫০ হাজার বর্গ কিলোমিটার।

Sharing Is Caring:

Leave a Comment