About Us

Gkbooks বাংলা হলো একটি এডুকেশনাল ব্লগ, যেখানে পশ্চিমবঙ্গ এবং ভারতের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য নোটস প্রদান করা হয়। এই সমস্ত নোটস গুলি আমরা বানিয়ে থাকি নির্ভরর্ভ যোগ্য বিভিন্ন উৎস থেকে। আশা রাখি আমাদের এই উদ্যোগ আপনাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে।

ধন্যবাদ
Team Gkbooks বাংলা

লেখক পরিচিতি

লেখক প্রোফাইলঃ শ্রাবণী মন্ডল

নমস্কার বন্ধুরা,

আমি শ্রাবণী মন্ডল এই শিক্ষামূলক ব্লগটির একজন লেখক। আমার বর্তমান বাসভুমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর উত্তর 24 পরগণা জেলাতে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্যদের সাফল্য অর্জনে সহায়তা করার জন্য আমি এই ব্লগে ইতিহাস ও অনন্যা বিষয় ভিত্তিক নোটস বা স্টাডি ম্যাটিরিয়াল সরাবরাহ করে থাকি।

শিক্ষাগত যোগ্যতা

আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেছি। আমার বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের মূল বিষয় ছিল আধুনিক ভারতের ইতিহাস। ইতিহাস আমার অন্যতম একটি পছন্দের বিষয়। আমার লেখনের মাধ্যমে এই ব্লগে আমি ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপট এবং জটিল তথ্যকে সরলীকৃতভাবে উপস্থাপন করার যথা সাধ্য চেষ্টা করবো।

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য প্যাশন

আমার বেশিরভাগ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য নোট তৈরি করার অদম্য আবেগে সমর্পিত। আমার চার বছরের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির অভিজ্ঞতা রয়েছে, এই দীর্ঘ ৪ বছরে আমি নিজের জন্য ইতিহাস এবং অন্যান্য বিষয় সম্পর্কিত প্রচুর নোটস তৈরি করেছি, যা আমি ধীরে ধীরে এই ব্লগে আপলোড করবো। অর্থাৎ আমার দ্বারা শেয়ার করা সমস্ত নোটগুলি প্রকৃতপক্ষে আমার ব্যক্তিগত নোট।

এই ব্লগ নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা

একজন লেখক, ও গাইড হিসাবে ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জনের জন্য আমার একটি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। বর্তমানে ইতিহাস এবং ভুগোলে ইন্টারনেটে তেমন নির্ভরযোগ্য ওয়েবসাইট নেই যেখানে এই বিষয় দুটি সম্পর্কে সমস্ত আপডেটেড নোটস পাওয়া যাবে। অতএব, এই ব্লগে এই দুটি বিষয়ের উপর আমার দ্বারা উপস্থাপিত সমস্ত ব্যক্তিগত লেখা খুবই যত্ন সহকারে শেয়ার করবো।

আমার ব্যক্তিগত নোটস গুলির কিছু বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করা হল ।

১. অধ্যায় ভিত্তিক টাবুলার নোটস (একটি অধ্যায়ের তথ্য গুলি টেবিলের মাধ্যমে একত্রিত করা )
২. বিগত বছরে আগত একই ধরণের প্রশ্ন একত্রিত করা।
৩. বিভ্রান্তিকর প্রশ্নগুলি একত্রিত করে তার সঠিক সমাধান।
৪. বিভিন্ন অধ্যায় ভালোভাবে বোঝার জন্য ছবি, ডায়াগ্রাম, চার্টের ব্যাবহার।
৫. সমস্ত ইতিহাস জুড়ে একই ধরণের তথ্য গুলি একত্রিত করা। (যেমন, রাজাদের উপাধি, স্থাপত্য, বিভিন্ন যুদ্ধ, সাল ইত্যাদি)

এ ছাড়া আরও অনেক সুসজ্জিত ও সম্পূর্ণ নোটস আনছি আপনাদের জন্য, আশাকরি ভালো লাগবে।