নমস্কার বন্ধুরা ,আজকে আমাদের আলোচনার বিষয় হল ভারতে আগত বিদেশী পর্যট্ক , তাঁরা কোন দেশ থেকে এসেছেন এবং তাঁরা কার আমলে ভারতে আসেন। এই অধ্যায়টি ইতিহাসের একটি উল্লেখযোগ্য বিষয়। আজ এই বিষয় সম্পর্কে একটি তালিকা ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। দেরি না করে তাড়াতাড়ি দেখে নেওয়া যাক আজকের তালিকা ও প্রশ্ন উত্তর গুলি।
ক্রমিক নং | পর্যটক | কোন দেশ থেকে আগত | কার আমলে ভারতে আসেন |
---|---|---|---|
১ | মেগাস্থিনিস | গ্রিস | চন্দ্রগুপ্ত মৌর্য |
২ | ফা-হিয়েন | চীন | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
৩ | হিউয়েন সাং | চীন | হর্ষবর্ধন |
৪ | আল বিরুনী | আরব | সুলতান মামুদ |
৫ | সুলেমান | আরব | প্রথম ভোজ |
৬ | আল মাসুদি | আরব | …. |
৭ | ইবন বতুতা | মরক্কো | মহঃ বিন তুঘলক |
৮ | নিকলো কণ্ঠি | ইতালি | প্রথম দেবরায় |
৯ | আব্দুল রজ্জাক | আরব | দ্বিতীয় দেবরায় |
১০ | নুনিজ | পর্তুগাল | কৃষ্ণদেব রায় |
১১ | বারবোসা | পর্তুগাল | কৃষ্ণদেব রায় |
১২ | রালিফ ফিচ | ইংল্যান্ড | আকবর |
১৩ | ক্যাপ্টেন হকিন্স | ইংল্যান্ড | জাহাঙ্গীর |
১৪ | স্যার টমাস রো | ইংল্যান্ড | জাহাঙ্গীর |
১৫ | এডওয়ার্ড | ইংল্যান্ড | জাহাঙ্গীর |
১৬ | পেলসার্ট | হল্যান্ড | জাহাঙ্গীর |
১৭ | তেভার্নিয়ে | ফ্রান্স | শাহজাহান |
১৮ | মানুচি | ইটালি | ঔরঙ্গজেব |
১৯ | পায়েজ | পর্তুগাল | কৃষ্ণদেব রায় |
২০ | মার্কোপোলো | ইটালি | …. |
২১ | ডেইমাকস | গ্রিস | বিন্দুসার |
২২ | আই সিয়াং | চীন | …. |
২৩ | জেরস জেভিয়ার | স্পেন | …. |
২৪ | এন্টিনিও ক্যাবরাল | পর্তুগীজ | সম্রাট আকবর |
২৫ | পিটার মান্ডি | ইংল্যান্ড | শাহজাহান |
কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর
১.হিউয়েন সাং এর লেখা গ্রন্থ গুলির নাম কি ?
উঃ সি-ইউ-কি ও দি রেকর্ডস অফ দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড।
২. ফা হিয়েনের “দি রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডমস কিসের উপর ভিত্তি করে লেখা?
উঃ গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনি ভ্রমন করে সেই বৃতান্তকে এই গ্রন্থে লিপিবদ্ধ করেন।
৩. মেগাস্থিনিস কার প্রতিনিধি হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ দরবারে আসেন?
উঃ সেলুকাসের।
৪. ইবন বতুতার গ্রন্থের নাম কি?
উঃ কিতাব উল রিহালা।
৫. ভারত তত্ত্বের জনক কে ছিলেন? তাঁর লেখা গ্রন্থের নাম কি?
উঃ আলবেরুনি , তহকক-ই-হিন্দ বা কিতাব-উল-হিন্দ।
৬. টমাস রো কত খ্রিষ্টাব্দে ভারতে আসেন?
উঃ ১৬১৫।
৭. ১৬০৯ খ্রিষ্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে কোন পর্যটক ভারতে আসেন?
উঃ উইলিয়াম হকিন্স।
৮. ফা হিয়েন কত বছর ভারতে ছিলেন?তাঁর লেখা গ্রন্থের নাম কি?
উঃ ১০ বছর (৪০০-৪১১খ্রিঃ)। ফো-কুয়ো-কি ।
৯. ফা হিয়েনের ভারত ভ্রমনের মূল উদ্দেশ্য কি ছিল ?
উঃ ভারতে বৌদ্ধ তীর্থস্থান গুলি পরিভ্রমণ ও বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ সংগ্রহ করা ।
১০. হিউয়েন সাং কত বছর ভারতে ছিলেন?
উঃ দীর্ঘ ১৪ বছর ।
১১. মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কি?
উঃ ইন্ডিকা।
১২. কিতাব উল রিহালা কোন বিষয়ের উপর লেখা হয়েছিল?
উঃ মহম্মদ বিন তুঘলকের চরিত্র ও তার রাজত্বকাল।
১৩. ক্যাপ্টেন হকিন্স ও স্যার টমাস রো কত খ্রিষ্টাব্দে এবং কার দুত হিসেবে জাহাঙ্গীর এর
রাজ সভায় আসেন?
উঃ ১৬০৮ খ্রিষ্টাব্দে ক্যাপ্টেন হকিন্স ও ১৬১৫ খ্রিষ্টাব্দে স্যার টমাস রো ইংল্যান্ড রাজ প্রথম জেমসের
দুত হিসেবে জাহাঙ্গীর এর রাজ সভায় আসেন?
১৪. আলবেরুনি র পূর্ণ নাম কি ?
উঃ আবু-আল-রেহান মহম্মদ বা আবু-বায়হাম মহম্মদ।
১৫. প্রথম চৈনিক পর্যটক হিসেবে কে ভারতে আসেন?
উঃ ফা-হিয়েন।
১৬. প্রিন্স অফ পিলগ্রীমস নামে কে পরিচিত?
উঃ হিউয়েন সাং।
১৭. কার রাজত্ব কালে হিউয়েন সাং ভারতে আসেন?
উঃ হর্ষবর্ধন ।
১৮. আল মাসুদি রচিত গ্রন্থের নাম কি?
উঃ মরুজ-উল-জেহাব।
১৯. মার্কোপোলোর লেখা বইটির নাম কি? এই গ্রন্থ থেকে কোন বিষয় টি জানা যায়?
উঃ দি বুক অফ স্যার মার্কপোলো। তৎকালীন ভারতীয় অর্থনীতি বিষয়ে জানা যায়।
২০. কোন সময় আলবেরুনি ভারতে আসেন?
উঃ মহম্মদ গজনীর ভারত আক্রমণের সময় ।
২১. বিজয়নগর সাম্রাজ্যের শাসক প্রথম দেবরায় এর রাজত্বকালে কোন বিদেশী পর্যটক ভারতে আসেন?
উঃ নিকোলো কণ্ঠি ।
২২. কালিকট এর শাসক জামোরিন এর রাজসভায় কোন পর্যটক উপস্থিত ছিলেন?তিনি কোন শাসকের আমলে ভারতে আসেন?
উঃ আব্দুর রজ্জাক। দ্বিতীয় দেবরায় ।
২৩. কৃষ্ণদেব রায় এর আমলে কোন পর্যটক ভারতে আসেন?
উঃ ডোমিনিগো, পায়েজ।
২৪. স্যার টমাস রো -র লেখা গ্রন্থ টি কি ?
উঃ জার্নাল অফ দি মিশন টু দি মুঘল এম্পায়ার ।
২৫. পিটার মান্ডি কোন সম্রাটের আমলে ভারতে আসেন?
উঃ শাহজাহান।