নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হল বৈদিক সভ্যতা। এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে এবং স্কুলের পরীক্ষাগুলোতেও এই অধ্যায়টি থেকে নানারকম প্রশ্ন এসে থাকে।অধ্যায়টিকে কয়েকটি ধাপে এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করা হবে।
তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক।
বেদে বর্ণিত সময়কালকে মূলত বৈদিক যুগ বলে চিহ্নিত করা হয়।আনুমানিক ১৫০০খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতা ধ্বংসের পরে বেদকে ভিত্তি করে বৈদিক যুগের সূচনা হয়৷ এই সভ্যতার স্রষ্টাদের আর্য বলা হয়৷
১. সিন্ধু সভ্যতা ধ্বংসের পর ভারতে কোন সভ্যতা গড়ে ওঠে?
উঃ বৈদিক সভ্যতা।
২. কাকে ভিত্তি করে বৈদিক সভ্যতা গড়ে উঠে?
উঃ বেদ কে।
৩. বৈদিক যুগকে কত ভাগে ভাগ করা যায়? ও কি কি?
উঃ দুই ভাগে।ঋক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ।
৪. বৈদিক সভ্যতার স্রষ্টা কারা?
উঃ আর্যরা।
৫. আর্য কথার অর্থ কি?
উঃ ‘সৎবংশজাত’ বা ‘অভিজাত মানুষ’।
৬. আর্য হল _।
উঃ ভাষাগত ধারণা।
৭. আর্য শব্দটিকে ভাষাগত অর্থে ব্যবহার করেন কে?
উঃ স্যার উইলিয়াম জোন্স।
৮. কোন স্থান অতিক্রম করে আর্যরা ভারতে প্রবেশ করে?
উঃ হিন্দুকুশ পর্বত ও উত্তর-পশ্চিম গিরিপথ অতিক্রম করে।
৯. আর্যরা ভারতের কোন স্থানে প্রথম বসতি স্থাপন করে?
উঃ সপ্তসিন্ধু অঞ্চলে।
১০. সপ্তসিন্ধু অঞ্চল বলতে কোন স্থান গুলোকে বোঝায়?
উঃ পূর্ব আফগানিস্তান থেকে পূর্ব পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত অঞ্চল কে।
১১. সপ্তসিন্ধু কোন সাতটি নদীকে বোঝায়?
উঃ শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা (চিনাব), ইরাবতী (রাভী), বিতস্তা (ঝিলাম), সিন্ধু ও সরস্বতী।
১২. আর্যদের ও পৃথিবীর প্রাচীনতম সাহিত্য কোনটি?
উঃ ঋগ্বেদ।
১৩. বেদ কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উঃ ‘বিদ’ শব্দ থেকে।
১৪. ‘বিদ’ শব্দের অর্থ কি?
উঃ জ্ঞান।
১৫. ঋকবেদের উপর ভিত্তি করে কত খ্রিস্ট পূর্বাব্দকে ভারতে আর্যদের আগমনকাল হিসেবে চিহ্নিত করা হয়েছে?
উঃ ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ।
১৬. বেদের অপর নাম কি?
উঃ শ্রুতি।
১৭. বেদের সংখ্যা কয়টি ও কি কি?
উঃ চারটি।ঋক, সাম, যজু: ও অথর্ব।
১৮. প্রতিটি বেদের কয়টি ভাগ ও কি কি?
উঃ ৪ টি। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।
১৯. ঋকবেদের বিষয়বস্তু কি?
উঃ প্রাকৃতিক বর্ণনা ও প্রাকৃতিক দেবদেবীর স্তুতি গান।
২০. সংহিতার বিষয়বস্তু কি?
উঃ দেব দেবীর স্তুতিগান ও যজ্ঞের মন্ত্রাদি নিয়ে সংহিতা রচিত।
২১. যাগ- যজ্ঞের বিধান বেদ এর কোন ভাগে বর্ণিত আছে?
উঃ ব্রাহ্মণ ভাগে।
২২. আরণ্যকের আলোচিত বিষয় কি?
উঃ সংসার জীবনের শেষে যাঁরা অরণ্যে আশ্রয় নিতেন তাদের উপযোগী ধর্মতত্ত্ব আরণ্যকে আলোচিত হয়েছে।
২৩. আরণ্যকে সারাংশের উপর ভিত্তি করে যে দার্শনিক চিন্তাধারার উদ্ভব হয়েছিল তা কি নামে পরিচিত?
উঃ উপনিষদ।
২৪. যাগ, যজ্ঞাদি, আচার অনুষ্ঠান বেদের কোন অংশে আলোচিত হয়েছে?
উঃ ব্রাহ্মণ অংশে।
২৫. বেদের অন্তিম অংশ কে কি বলে?
উঃ উপনিষদ।