নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সভ্যতার সূচনা থেকে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা পর্যন্ত। এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে এবং স্কুলের পরীক্ষাগুলোতেও এই অধ্যায়টি থেকে নানারকম প্রশ্ন এসে থাকে।অধ্যায়টিকে কয়েকটি ধাপে এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করা হবে।
তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক।
ভারতীয় সভ্যতা অতি প্রাচীন।এই যুগের কোন লিখিত বিবরণ পাওয়া যায় না। মানুষের ব্যবহার করা বিভিন্ন যন্ত্রপাতি ও নানারকম দ্রবাদির উপর ভিত্তি করে এই সময়ের ইতিহাস লেখা হয়। খ্রিস্টের জন্মের ৫ লক্ষ বছর আগেই ভারতে মানুষের বসবাস শুরু হয় এবং সভ্যতার উন্মেষ হতে শুরু করে। এই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়।
১. প্রাগৈতিহাসিক যুগের অপর নাম প্রস্তর যুগ বলা হয় কেন?
উঃ মানুষ এই যুগে পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত বলে।
২. প্রস্তর যুগকে কত ভাগে ভাগ করা হয়েছে ও কি কি?
উঃ প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা… i)প্রাচীন প্রস্তর যুগ i)মধ্য প্রস্তর যুগ ও iii)নব্য প্রস্তর যুগ।
৩. ভারতের কোন দুটি অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে?
উঃ একটি হলো পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা, অপরটি হল দক্ষিণ ভারতের মাদ্রাজ।
৪. প্রাচীন প্রস্তর যুগের মানুষ কোন দুটি কাজের সঙ্গে পরিচিত ছিল না?
উঃ কৃষিকাজ ও আগুন জ্বালানো।
৫. কত খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন প্রস্তর যুগ শেষ হয়?
উঃ আনুমানিক ৮০০০ খ্রিস্টপূর্বাব্দে।
৬. মধ্য প্রস্তর যুগের স্থায়ীত্বকাল।
উঃ মোটামুটি ৮০০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত।
৭. কৃষিকাজের সূচনা হয় কোন যুগে?
উঃ মধ্য প্রস্তর যুগে।
৮. কুমোরের চাকের ব্যবহার কোন প্রস্তর যুগে আসে?
উঃ নব্য প্রস্তর যুগে।
৯. নব্য প্রস্তর যুগের সময়কাল কত?
উঃ খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দ থেকে ভারতে এই যুগে সূচনা হয়।
১০. আগুন জালানো ও বস্ত্র বয়ন শুরু হয় কোন যুগে?
উঃ নব্য প্রস্তর যুগে।
১১. তামার ব্যবহার কবে থেকে শুরু হয়?
উঃ নব্য প্রস্তর যুগের পর থেকে।
১২. ব্রোঞ্জ নামক ধাতু সংকর কিভাবে তৈরি হয়?
উঃ তামার সাথে টিন ধাতু মিশিয়ে।
১৩. নব্য প্রস্তর যুগের পর কোন যুগের শুরু হয়?
উঃ ধাতুর যুগ।
১৪. ভারতে ধাতুর যুগকে তাম্র প্রস্তর যুগ বলা হয় কেন?
উঃ কারণ তামা ব্রোঞ্জ ব্যবহারের সাথে সাথে মানুষ পাথরের ব্যবহারও করতে থাকে।
১৫. সিন্ধু বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা?
উঃ তাম্র প্রস্তর যুগের সভ্যতা।
১৬. তাম্র প্রস্তর যুগের পর কোন যুগ আসে?
উঃ লৌহ যুগ।
১৭. দক্ষিণ ভারতে কোন যুগে অস্তিত্ব ছিল না?
উঃ তাম্র ব্রোঞ্জ যুগের।
১৮. ধাতুর যুগের সূচনা থেকে লৌহ যুগের সূচনা পর্যন্ত সময়কালকে কি বলে?
উঃ প্রাক ঐতিহাসিক যুগ।
১৯. কে কত খ্রিস্টাব্দে মেহেরগড় খননকার্য চালায়?
উঃ ১৯৭৪-১৯৮৬ খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রঁসোয়া জারিজ এর নেতৃত্বে এখানে খননকার্য চালানো হয়।
২০. মেহেরগড় এর প্রত্নক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়েছে?
উঃ বোলান গিরিপথ এর কাছে এবং কোয়েটা শহর থেকে ১৫০ কিমি দূরত্বে কাচ্চি সমভূমিতে ৫০০ একর ব্যপ্ত।
২১. মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ের সময় কাল কত?
উঃ খ্রিস্টপূর্বাব্দ ৭০০০ থেকে ৫০০০ খ্রিস্টপূর্বাব্দ।
২২. মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ের সময়কাল কোন পদ্ধতির দ্বারা পরিক্ষিত?
উঃ রেডিও কার্বন-১৪ পদ্ধতি।
২৩. টার্কোয়াজ ও বৈদূর্যমণি কোন দুটি দেশ থেকে আমদানি করা হতো?
উঃ পারস্য থেকে টার্কোয়াজ ও বৈদূর্যমণি আফগানিস্তান থেকে আমদানি করা হতো।
২৪. মেহেরগড় সংস্কৃতির দ্বিতীয় পর্যায়ে সময় কাল কত?
উঃ খ্রিস্টপূর্ব ৫০০০ থেকে ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ।
২৫. কুমরের চাক কোথা থেকে এসেছিল?
উঃ সুমের থেকে।