ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা পর্ব-১২

নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা দ্বাদশ পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….

লর্ড লিনলিথগো

১৯৩৬ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে কাজ করেন।

• ক্রিপস মিশন (১৯৪২ খ্রিস্টাব্দ)।
• ভারত ছাড়ো আন্দোলন (১৯৪২ খ্রিস্টাব্দ)।
• দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯ খ্রিস্টাব্দ)।
• সাধারণ নির্বাচন (১৯৩৬-৩৭ খ্রিস্টাব্দ)।
• ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা (১৯৩৯ খ্রিস্টাব্দ)।
• মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গ্রহণ (১৯৪০ খ্রিস্টাব্দ)।
• সুভাষচন্দ্র বোস এর দেশত্যাগ (১৯৪১ খ্রিস্টাব্দ)।
• সি.আর.ফর্মুলা উত্থাপন (১৯৪৪ খ্রিস্টাব্দ )।
• ওয়ার্ধা এডুকেশন স্কিম চালু করেন গান্ধীজি, (১৯৩৭ খ্রিস্টাব্দ)।

লর্ড ওয়াভেল

১৯৪৩ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে কাজ করেন।

• সাংবিধানসভার প্রথম অধিবেশন হয় দিল্লিতে (১৯৪৬ খ্রিস্টাব্দ )।
• প্রধানমন্ত্রী এটলির ঘোষণা (১৯৪৭ খ্রিস্টাব্দ)।
• গান্ধী ও জিন্নার মধ্যে সি.আর ফর্মুলা আলোচনা এবং তার ব্যর্থতা (১৯৪৪ খ্রিস্টাব্দ)।
• ওয়াভেল পরিকল্পনা ও সিমলা চুক্তি (১৯৪৫ খ্রিস্টাব্দ)।
• নৌ বিদ্রোহ ও মন্ত্রী মিশনের ভারতে আগমন (১৯৪৬ খ্রিস্টাব্দ)।
• নেহেরু কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকার গঠন (১৯৪৬ খ্রিস্টাব্দ)।
• নেতাজি কর্তৃক আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ (১৯৪৩ খ্রিস্টাব্দ)।
• আজাদ হিন্দ সেনার বিচার (১৯৪৫ খ্রিস্টাব্দ)।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. লর্ড উইলিংডন-এর পর ভারতের ভাইসরয় কে হন?
উঃ লর্ড লিনলিথগো।


২. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড লিনলিথগো।


৩. ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড লিনলিথগো।


৪. কোন ভাইসরয়ের আমলে ক্রিপস মিশন ভারতে আসে?
উঃ লর্ড লিনলিথগো।


৫. ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড লিনলিথগো।


৬. কোন ভাইসরয়ের আমলে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়?
উঃ লর্ড লিনলিথগো।


৭. সুভাষচন্দ্র বোসের দেশ ত্যাগ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড লিনলিথগো।


৮. কোন ভাইসরয়ের আমলের সি. আর ফর্মুলা উত্থাপন করা হয়?
উঃ লর্ড লিনলিথগো।


৯. লর্ড লিনলিথগোর পর ভারতের ভাইসরয় কে হন?
উঃ লর্ড ওয়াভেল।


১০. প্রধানমন্ত্রী এটলী তাঁর ঘোষণাপত্র প্রকাশ করেন কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড ওয়াভেল।


১১. দিল্লিতে সংবিধান সভার প্রথম অধিবেশন বসে কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড ওয়াভেল।


১২. কোন ভাইসরয়ের আমলে নৌ বিদ্রোহ সংঘটিত হয়?
উঃ লর্ড ওয়াভেল।


১৩. কোন ভাইসরয়ের আমলে মন্ত্রী মিশন ভারতে আসে?
উঃ লর্ড ওয়াভেল।


১৪. আজাদ হিন্দ সেনার বিচার চলাকালীন ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ওয়াভেল।


১৫. কোন ভাইসরয়ের আমলে নেহেরু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন?
উঃ লর্ড ওয়াভেল।


১৬. কোন ভাইসরয়ের আমলে নেতাজি আজাদ হিন্দ বাহিনী নেতৃত্ব গ্রহণ করেছিলেন?
উঃ লর্ড ওয়াভেল।


১৭. ওয়াভেল পরিকল্পনা ও সিমলা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে।

পরবর্তী পার্ট গুলি দেখুন নীচের টেবিল থেকে

পর্ব ১পর্ব ২পর্ব ৩পর্ব ৪
পর্ব ৫পর্ব ৬পর্ব ৭পর্ব ৮
পর্ব ৯পর্ব ১০পর্ব ১১পর্ব ১২
পর্ব ১৩
Sharing Is Caring:

Leave a Comment