ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা পর্ব-১০

নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা দশম পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….

চেমসফোর্ড

১৯১৬ খ্রিস্টাব্দ থেকে ১৯২১ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন।

• লখনৌ চুক্তি (১৯১৬ খ্রিষ্টাব্দ)।
• খিলাফৎ আন্দোলন (১৯১৯ খ্রিস্টাব্দ)।
• গান্ধীজীর ভারতে প্রত্যাবর্তন (১৯১৫ খ্রিস্টাব্দ)।

• রাওলাট আইন (১৯১৯ খ্রিস্টাব্দ)।
• জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড (১৯১৯ খ্রিস্টাব্দ)।

• তৃতীয় আফগান যুদ্ধ (১৯১৯ খ্রিস্টাব্দ) ও রাওয়ালপিন্ডির সন্ধি।

• সবরমতী আশ্রম প্রতিষ্ঠা (১৯১৭ খ্রিস্টাব্দ)।
• আগস্ট ঘোষণা (১৯৯৭ খ্রিস্টাব্দ)।

• মন্টেগু চেমসফোর্ড আইন বা ভারত শাসন আই (১৯১৯ খ্রিস্টাব্দ)।

• অসহযোগ আন্দোলন (১৯১৯ খ্রিস্টাব্দ)।
• আমেদাবাদ ও খেদা সত্যাগ্রহ আন্দোলন (১৯১৮ খ্রিস্টাব্দ)।

• ভারতীয় লিবারাল ফেডারেশন গঠন (১৯১৮ খ্রি:)।

• লাহোরে হাইকোর্ট গঠন (১৯১৯ খ্রিস্টাব্দ)।
• আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা (১৯২০ খ্রি:)।

• প্রিন্স অফ ওয়েলেস বা রাজা পঞ্চম জর্জ এর বোম্বাই আগমন ও ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ (১৯২১ খ্রিস্টাব্দ)।

• প্রথম ভারতীয় হিসেবে এস.পি সিনহা কে বিহারের লেফটন্যান্ট গভর্নর করা হয় (১৯২১ খ্রিস্টাব্দে)।

• হোমরুল লীগ গঠন (১৯১৬ খ্রিস্টাব্দ)।
• চম্পারন সত্যাগ্রহ (১৯১৭ খ্রিস্টাব্দ)।

• পুনাতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় গঠন (১৯১৭ খ্রিস্টাব্দ)।
• মোপলা বিদ্রোহ (১৯২১ খ্রিস্টাব্দ)।

লর্ড রিডিং

১৯২১ খ্রিস্টাব্দ থেকে ১৯২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্বে পালন করেন।

• স্বরাজ্য পার্টি স্থাপন (১৯২৩ খ্রিস্টাব্দ)।
• চৌরিচৌরা ঘটনা (১৯২২ খ্রিস্টাব্দ)।

• জাতীয় কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশন (১৯২১ খ্রিস্টাব্দ)।
• কেরালায় মোপলা বিদ্রোহ।

• মুসলিম লীগের লাহোর অধিবেশন (১৯২৪ খ্রিস্টাব্দ)।

• কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা (১৯২৫ খ্রিস্টাব্দ)।

• অসহযোগ আন্দোলন প্রত্যাহার (১৯২২ খ্রিস্টাব্দ)।

• কাকোরি ট্রেন ডাকাতি (১৯২৫ খ্রিস্টাব্দ)।
• নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা (১৯২৫ খ্রিস্টাব্দ)।

• বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চালু (১৯২১ খ্রিস্টাব্দ)।
• প্রথম রেল বাজেট (১৯২১ খ্রিস্টাব্দ)।
• চিত্তরঞ্জন দাস এর মৃত্যু (১৯২৫ খ্রিস্টাব্দ)।

• প্রথম ভারতীয় হিসেবে আইনসভার সভাপতি নিযুক্ত হন সর্দার বল্লভ ভাই প্যাটেল (১৯২৫ খ্রিস্টাব্দ)।

• রাওলাট আইন বাতিল (১৯২৬ খ্রিস্টাব্দ)।
• ভারতীয় মুদ্রা সংস্কারের জন্য হিলটন ইয়ং কমিটি নিয়োগ (১৯২৬ খ্রিস্টাব্দ)।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. চার্লস হার্ডিঞ্জ এর পর ভারতের ভাইসরয় কে হন?
উঃ চেমসফোর্ড।


২. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ চেমসফোর্ড।


৩. রাওলাট আইন কোন ভাইসরয় পাস করেছিলেন?
উঃ চেমসফোর্ড।


৪. মন্টেগু চেমসফোর্ড আইন বা ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রিস্টাব্দে।


৫. খিলাফত ও অসহযোগ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ চেমসফোর্ড।


৬. আমেদাবাদ ও খেদা সত্যাগ্রহ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ চেমসফোর্ড।


৭. লাহোরে হাইকোর্ট গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ চেমসফোর্ড।


৮. আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কার সময়ে?
উঃ চেমসফোর্ড।


৯. কোন ভাইসরয়ের আমলে রাজা পঞ্চম জর্জ বোম্বাই আসেন?
উঃ চেমসফোর্ড।


১০. কোন ভাইসরয়ের আমলে লখনৌ চুক্তি সহ স্বাক্ষরিত হয়?
উঃ চেমসফোর্ড।


১১. ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নির্মিত হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ চেমসফোর্ড।


১২. তৃতীয় আফগান যুদ্ধ ও রাওয়ালপিন্ডির সন্ধি কার সময় স্বাক্ষরিত হয়?
উঃ চেমসফোর্ড।


১৩. প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা কে বিহারের লেফটেন্যান্ট গভর্নর করা হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ চেমসফোর্ড।


১৪. চম্পারন সত্যাগ্রহ ও মোপলা বিদ্রোহ কোন ভাইসরয়ের আমলে ঘটে?
উঃ চেমসফোর্ড।


১৫. কোন ভাইসরয়ের আমলে পুনাতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
উঃ চেমসফোর্ড।


১৬. মহাত্মা গান্ধী কর্তৃক সবরমতী আশ্রম প্রতিষ্ঠা কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ চেমসফোর্ড।


১৭. চেমসফোর্ডএর পর ভারতের ভাইসরয় হিসেবে কি দায়িত্ব পালন করেন?
উঃ লর্ড রিডিং।


১৮. প্রথম রেল বাজেট পেশ হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড রিডিং।


১৯. ভারতীয় মুদ্রা সংস্কারের জন্য হিলটন ইয়ং কমিটি কোন ভাইসরয়ের আমলে নিয়োগ করা হয়?
উঃ লর্ড রিডিং।


২০. কোন ভাইসরয়ের আমলে রাওলাট আইন বাতিল করা হয়?
উঃ লর্ড রিডিং।


২১. ভাইসরয় লর্ড রিডিং এর আমলে প্রথম ভারতীয় হিসেবে কে আইনসভার সভাপতি নিযুক্ত হন?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেল।


২২. কোন ভাইসর এর আমলে স্বরাজ্য পার্টি গঠিত হয়?
উঃ লর্ড রিডিং।


২৩. চিত্তরঞ্জন দাশের মৃত্যুর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড রিডিং।


২৪. ভাইসরয়ের আমলে জাতীয় কংগ্রেসের আমেদাবাদ অধিবেশন অনুষ্ঠিত হয়?
উঃ লর্ড রিডিং।


২৫. চৌরিচৌরার ঘটনা ও কেরালায় মোপলা বিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড রিডিং।


২৬. ১৯২৪ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড রিডিং।


২৭. লর্ড রিডিং এর আমলে ভারতের কোন স্থানে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়?
উঃ কানপুরে।


২৮. কোন ভাইসরয়ের আমলে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়?
উঃ লর্ড রিডিং।


২৯. নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপনকালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড রিডিং।


৩০. কোন ভাইসরয়ের আমলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তার পথ চলা শুরু করে?
উঃ লর্ড রিডিং।


৩১. কোন ভাইসরয়ের আমলে কাকোরি ট্রেন ডাকাতি ঘটে?
উঃ লর্ড রিডিং।

পরবর্তী পার্ট গুলি দেখুন নীচের টেবিল থেকে

পর্ব ১পর্ব ২পর্ব ৩পর্ব ৪
পর্ব ৫পর্ব ৬পর্ব ৭পর্ব ৮
পর্ব ৯পর্ব ১০পর্ব ১১পর্ব ১২
পর্ব ১৩
Sharing Is Caring:

Leave a Comment