ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা পর্ব-৮

নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা অষ্টম পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….

লর্ড ডাফরিন

১৮৮৪ খ্রি: থেকে ১৮৮৮ খ্রি: পর্যন্ত তিনি ভারতের ভাইসরয় হিসেবে কাজ করেন।

• উত্তর বার্মা সাম্রাজ্যভুক্ত হয় (১৮৮৬ খ্রি:)।
• ইম্পোরিয়াল সার্ভিস কোর নামে একটি আধা-সামরিক বাহিনী গঠন।
• বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন (১৮৮৫ খ্রি:)।
• জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা (১৮৮৫ খ্রি:)।
• তৃতীয় ইঙ্গ-বার্মিজ যুদ্ধ (১৮৮৫-৮৬ খ্রি:)।

লর্ড কার্জন

১৮৯৯ খ্রিস্টাব্দ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন।

• ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন (১৯০২ খ্রি:)।
• ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন (১৯০৪ খ্রি:)।
• উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ সৃষ্টি (১৯০০ খ্রি:)।
• প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ আইন (১৯০৪ খ্রি:)।
• বঙ্গভঙ্গ আন্দোলন (১৯০৫ খ্রি:)।
• স্বদেশী আন্দোলন।
• বাণিজ্য ও শিল্প বিভাগ স্থাপন।
• এন্ড্রু ফ্রেজারের নেতৃত্বে পুলিশ কমিশন নিয়োগ (১৯০২ খ্রি:)।
• কলকাতা কর্পোরেশন আইন পাশ (১৮৯৯ খ্রি:)।
• দ্বিতীয় দিল্লী দরবার (১৯০৩ খ্রি:)।
• পুলিশ বাহিনীর পুনর্গঠন (১৯০৩ খ্রি:)।
• পাঞ্জাব ল্যান্ড এলিয়েনেশন অ্যাক্ট।
• রানী ভিক্টরিয়ার মৃত্যু (১৯০১ খ্রি:)।
• ভিক্টরিয়া মেমোরিয়াল নির্মাণের প্রস্তাব (১৯০১ খ্রি:)।
• ইম্পেরিয়াল লাইব্রেরি স্থাপন।
• পুরাতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা।
• ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরন।
• ভারতীয় মুদ্রা ও কারেন্সি নোট আইন (১৮৯৯ খ্রি:)।
• ইয়ং হাসব্যান্ড মিশন -তিব্বত অভিযান (১৯০৪ খ্রি:)।
• রালে কমিশন নিয়োগ (১৯০২ খ্রি:)।
• দিল্লীর পুষাতে কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা।
• ম্যাক ডোনাল্ড কমিশন (১৯০০ খ্রি:)।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. লর্ড রিপন এর পর ভারতের ভাইসরয় হিসেবে কে দায়িত্ব পালন করেন?
উঃ লর্ড ডাফরিন।


২. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ডাফরিন।


৩. তৃতীয় ইঙ্গ- বার্মিজ যুদ্ধের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ডাফরিন।


৪. কোন ভাইসরয়ের আমলে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণয়ন হয়?
উঃ লর্ড ডাফরিন।


৫. ইম্পোরিয়াল সার্ভিস কোর নামে একটি আধা সামরিক বাহিনীর গঠন হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড ডাফরিন।


৬. উত্তর বার্মা ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড ডাফরিন।


৭. বঙ্গ ভঙ্গের ঘোষণা করেন কোন ভাইসরয়?
উঃ লর্ড কার্জন (১৯০৫)।


৮. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড কার্জন।


৯. রানী ভিক্টরিয়ার মৃত্যুর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড কার্জন।


১০. ম্যাক ডোনাল্ড কমিশন ও রালে কমিশন কোন ভাইসরয়ের আমলে নিয়োগ করা হয়?
উঃ লর্ড কার্জন।


১১. দ্বিতীয় দিল্লী দরবার (১৯০৩) কোন ভাইসরয়ের আমলে হয়?
উঃ লর্ড কার্জন।


১২. এন্ড্রু ফ্রেজারের নেতৃত্বে কোন ভাইসরয় পুলিশ কমিশন নিয়োগ করেন?
উঃ লর্ড কার্জন।


১৩. কোন ভাইসরয়ের আমলে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন ও কলকাতা কর্পোরেশন আইন পাশ হয়?
উঃ লর্ড কার্জন।


১৪. কোন ভাইসরয়ের আমলে ভিক্টরিয়া মেমোরিয়াল নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়?
উঃ লর্ড কার্জন।


১৫. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লী স্থানান্তরিত করা হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড কার্জন।


১৬. ইয়ং হাজবেন্ড মিশনের তিব্বত অভিযানের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড কার্জন।


১৭. ভারতীয় মুদ্রা ও করেন্সি নোট আইন কার আমলে পাশ হয়?
উঃ লর্ড কার্জন।


১৮. কলকাতায় ইম্পেরিয়াল লাইব্রেরি স্থাপিত হয় কার আমলে?
উঃ লর্ড কার্জন।


১৯. দিল্লীর পুষাতে কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কার আমলে?
উঃ লর্ড কার্জন।


২০. প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ আইন কার আমলে পাশ হয়?
উঃ লর্ড কার্জন।


২১. বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড কার্জন।


২২. ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কোন ভাইসয়ের আমলে গঠিত হয়?
উঃ লর্ড কার্জন।


২৩. কোন ভাইসয়ের আমলে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সৃষ্টি হয়?
উঃ লর্ড কার্জন।

পরবর্তী পার্ট গুলি দেখুন নীচের টেবিল থেকে

পর্ব ১পর্ব ২পর্ব ৩পর্ব ৪
পর্ব ৫পর্ব ৬পর্ব ৭পর্ব ৮
পর্ব ৯পর্ব ১০পর্ব ১১পর্ব ১২
পর্ব ১৩
Sharing Is Caring:

Leave a Comment