ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা পর্ব-৭

নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….

লর্ড লিটন

১৮৭৬ খ্রিস্টাব্দ থেকে ১৮৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতের ভাইসরয় হিসেবে কাজ করেন। তার সময় কালকে “উজ্জ্বল বিফলতা” বা “ব্রিলিয়ান্ট ফেলিওর” বলা হয়।

• দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ (১৮৭৮-৮০ খ্রিস্টাব্দ)।
• ভার্নাকুলার প্রেস অ্যাক্ট (১৮৭৮ খ্রিস্টাব্দ)
• অস্ত্র আইন (১৮৭৮ খ্রিস্টাব্দ)।
• মাদ্রাজ, বোম্বাই, হায়দরাবাদ ও মহীশূর সহ দক্ষিণ ভারত, মধ্য ভারত এবং পাঞ্জাবে দুর্ভিক্ষ (১৮৭৬-৭৮ খ্রিস্টাব্দ)।
• রানী ভিক্টোরিয়ার ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ (১৮৭৭ খ্রি:)।
• দুর্ভিক্ষ কমিশন নিয়োগ (১৮৭৮ খ্রি:)
• নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (১৮৭৬ খ্রিস্টাব্দ)।
• রয়্যাল টাইটেল অ্যাক্ট বা রাজকীয় উপাধি আইন (১৮৭৬ খ্রি:)।
• সুরেন্দ্রনাথ ব্যানার্জি কর্তৃক ভারত সভা গঠন (১৮৭৬ খ্রি:)।
• গন্ডমার্কের সন্ধি (১৮৭৯ খ্রি:)।
• আয়কর প্রবর্তন।
• লবণ করের সমতা স্থাপন।
• সংবিধিবদ্ধ সিভিল সার্ভিস প্রতিষ্ঠা (১৮৭৯ খ্রি:)।
• চিনির উপর শুল্ক লোপ (১৮৭৮ খ্রিস্টাব্দ)।
• সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৯ বছর করা হয় (১৮৭৬ খ্রিস্টাব্দ)।

লর্ড রিপন

১৮৮০ খ্রিস্টাব্দ থেকে ১৮৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁকে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক বলা হয়

• প্রথম ফ্যাক্টরি আইন (১৮৮১ খ্রিস্টাব্দ)।
• ইলবার্ট বিল উত্থাপন।
• হান্টার কমিশন (১৮৮২ খ্রিস্টাব্দ)।
• ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা।
• দেশীয় সংবাদপত্র আইন বাতিল (১৮৮২ খ্রিস্টাব্দ)।
• অ্যাংলো-আফগান শত্রুতার অবসান।
• ইন্ডিয়ান এডুকেশন কমিশন নামক কমিটি গঠন।
• স্বায়ত্তশাসন প্রস্তাব পাশ (১৮৮২ খ্রিস্টাব্দ)।
• রেন্ট কমিশন প্রতিষ্ঠা (১৮৮২ খ্রিস্টাব্দ)।
• প্রথম সরকারি জনগণনা (১৮৮১ খ্রিস্টাব্দ)।
• দুর্ভিক্ষ কোড রচনা (১৮৮৩ খ্রিস্টাব্দ)।
• পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা (১৮৮৪ খ্রিস্টাব্দ)।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. কোন ভাইসরয়ের শাসনকালকে উজ্জ্বল বিফলতা বলা হয়?
উঃ লর্ড লিটন।


২. কার শাসনকালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয়?
উঃ লর্ড লিটন।(১৮৭৮ খ্রি:)


৩. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কোন ভাইসরয়ের আমলে পাশ হয়?
উঃ লর্ড লিটন।


৪. দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধের সময় ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড লিটন।


৫. কোন ভাইসরয়ের আমলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কর্তৃক ভারত সভা গঠিত হয়?
উঃ লর্ড লিটন।


৬. রানী ভিক্টোরিয়ার ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড লিটন।


৭. অস্ত্র আইন পাস হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড লিটন।


৮. রয়্যাল টাইটেল অ্যাক্ট বা রাজকীয় উপাধি আইন কোন ভাইসরয়ের এর আমলে পাস হয়?
উঃ লর্ড লিটন।


৯. দুর্ভিক্ষ কমিশন নিয়োগ করা হয় কোন ভাইসরয়ের এর আমলে?
উঃ লর্ড লিটন।


১০. লর্ড লিটনের আমলে কোন কোন স্থানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল?
উঃ মাদ্রাজ, মুম্বাই, হায়দ্রাবাদ,মহীশূর সহ দক্ষিণ ভারত,মধ্য ভারত এবং পাঞ্জাবে।


১১. গন্ডমার্কের সন্ধি হয়েছিল কোন ভাইসরয়ের শাসনকালে?
উঃ লর্ড লিটন।


১২. সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স ২১ বছর থেকে কমে ১৯ বছর করা হয় কার শাসনকালে?
উঃ লর্ড লিটন।


১৩. লর্ড লিটনের পর কে ভারতের ভাইসরয় হিসেবে নিযুক্ত হন?
উঃ লর্ড রিপন।


১৪. “আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন”—কথাটি কে বলেছিলেন?
উঃ লর্ড রিপন।


১৫. স্থানীয় স্বায়ত্ব শাসনের জনক হিসেবে পরিচিত কে?
উঃ লর্ড রিপন।


১৬. কার শাসনকালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়?
উঃ লর্ড রিপন।


১৭. প্রথম সরকারি জনগণনা হয় কোন ভাইসরয়ের শাসনকালে?
উঃ লর্ড রিপন।


১৮. কোন ভাইসরয়ের আমলে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
উঃ লর্ড রিপন।


১৯. ইলবার্ট বিল উত্থাপন হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড রিপন।


২০. স্বায়ত্তশাসন প্রস্তাব পাস হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড রিপন।


২১. কোন ভাইসরয়ের আমলে হান্টার কমিশন নিয়োগ করা হয়?
উঃ লর্ড রিপন।


২২. প্রথম ফ্যাক্টরি আইন কার আমলে পাস হয়?
উঃ লর্ড রিপন।


২৩. আংলো -আফগান শত্রুতার অবসান ঘটে , কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড রিপন।


২৪. দুর্ভিক্ষ কোড রচনা করা হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড রিপন।


২৫. ডিফেন্স অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা হয় কোন ভাইসরয়ের আমলে?
উঃ লর্ড রিপন।

বাকি পর্বগুলি দেখুন নীচের টেবিল থেকে

পর্ব ১পর্ব ২পর্ব ৩পর্ব ৪
পর্ব ৫পর্ব ৬পর্ব ৭পর্ব ৮
পর্ব ৯পর্ব ১০পর্ব ১১পর্ব ১২
পর্ব ১৩
Sharing Is Caring:

Leave a Comment