ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা পর্ব-৫

নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….

হেনরি হার্ডিঞ্জ, প্রথম

১৮৪৪ খ্রিস্টাব্দে থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

• রবিবার ছুটির দিন ঘোষণা।
• প্রথম ইঙ্গ -শিখ যুদ্ধ (১৮৪৫-৪৬ খ্রি:)।
• লাহোর সন্ধি (১৮৪৬ খ্রি:)।
• কোলাপুরে বিদ্রোহ (১৮৪৪ খ্রি:)।
• উড়িষ্যার পার্বত্য অঞ্চলে গোঁড়া হিন্দুদের মধ্যে বিদ্যমান সতীদাহ প্রথা, শিশুহত্যা ও নরবলী প্রথা বন্ধ করেন।

লর্ড ডালহৌসি

১৮৪৮ খ্রি: থেকে ১৮৫৬ খ্রি: পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতীয় রেলপথের জনকআধুনিক পাঞ্জাবের জনক হিসেবে পরিচিত।

• ভারতীয় রেলপথের প্রতিষ্ঠা বোম্বাই থেকে থানে পর্যন্ত (১৮৫৩ খ্রি:)।
• স্বত্ববিলোপ নীতি।
• উডের ডেসপ্যাচ প্রকাশ (১৮৫৮ খ্রিস্টাব্দ )।
• বৈদ্যুতিক টেলিগ্রাফ, যাত্রীবাহী ট্রেন, দু পয়সা দামের পোস্টকার্ড তাঁর আমলে চালু হয়।
• বিধবা পুনর্বিবাহ আইন (১৮৫৬ খ্রিস্টাব্দ )।
• সাঁওতাল বিদ্রোহ (১৮৫৫-৫৬ খ্রি:)।
• রুরকীতে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা।
• পাঞ্জাব দখল।
• হায়দ্রাবাদের নিজামের সঙ্গে সন্ধি (১৮৫৩ খ্রিস্টাব্দ )।
• পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা।
• দ্বিতীয় বাজিরাও এর মৃত্যু।
• পাঞ্জাবের রায়তওয়ারী ব্যবস্থা চালু করেন।
• সিকিম অধিগ্রহণ (১৮৫০ খ্রিস্টাব্দ)।
• লাহোর থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তা নির্মাণ।
• সিমলা ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হয়।
• লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ।
• প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে কর্মচারী নিয়োগ পদ্ধতির প্রবর্তন।
• গোলন্দাজ বাহিনীর সদর দপ্তর কলকাতা থেকে মীরাটে স্থানান্তর।
• কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ।
• কলকাতা বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপন।
• দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ (১৮৫২ খ্রিস্টাব্দ )।
• দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ (১৮৪৭-৪৯ খ্রিস্টাব্দ )।
• অযোধ্যা দখল (১৮৫৬ খ্রিস্টাব্দ)।
• ১৮৫৩ খ্রি: সনদ আইন।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ ও লাহোর সন্ধি কোন গভর্নর জেনারেলের আমলে হয়?
উঃ হেনরি হার্ডিঞ্জ, প্রথম।


২. উড়িষ্যার পার্বত্য অঞ্চলে গোঁড়া হিন্দুদের মধ্যে বিদ্যমান সতীদাহ প্রথা, শিশু হত্যা ও নরবলি প্রথা বন্ধ করেন কোন গভর্নর জেনারেল?
উঃ হেনরি হার্ডিঞ্জ, প্রথম।


৩. হেনরি হার্ডিঞ্জের পর কে ভারতের গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন?
উঃ লর্ড ডালহৌসি।


৪. বোম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথের প্রতিষ্ঠা করেন কোন গভর্নর জেনারেল?
উঃ লর্ড ডালহৌসি।


৫. ভারতীয় রেলপথের জনক হিসেবে পরিচিত কোন গভর্নর জেনারেল?
উঃ লর্ড ডালহৌসি।


৬. স্বত্ববিলোপ নীতির প্রতিষ্ঠা করেন কোন গভর্নর জেনারেল?
উঃ লর্ড ডালহৌসি।(১৮৪৮ খ্রি:)


৭. কোন গভর্নর জেনারেলের আমলে দু পয়সা দামের পোস্ট কার্ড চালু হয়?
উঃ লর্ড ডালহৌসি।


৮. বিধবা পুনর্বিবাহ আইন পাস হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ডালহৌসি।


৯. রুরকীতে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ডালহৌসি।


১০. পাঞ্জাবের রায়তওয়ারী ব্যবস্থা চালু করেন কোন গভর্নর জেনারেল?
উঃ লর্ড ডালহৌসি।


১১. সিকিম অধিগ্রহণ করা হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ডালহৌসি।


১২. সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ডালহৌসি।


১৩. কোন গভর্নর জেনারেলের সময়ে দ্বিতীয় বাজিরাও এর মৃত্যু হয়?
উঃ লর্ড ডালহৌসি।


১৪. বৈদ্যুতিক টেলিগ্রাফ ও যাত্রীবাহী ট্রেন চালু হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ডালহৌসি।


১৫. কোন গভর্নর জেনারেলের আমলে দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ সংঘটিত হয়েছিল?
উঃ লর্ড ডালহৌসি।(১৮৪৮-৪৯ খ্রি:)


১৬. কোন গভর্নর জেনারেল কে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়?
উঃ লর্ড ডালহৌসি।


১৭. প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে কর্মচারী নিয়োগ পদ্ধতি প্রবর্তন করেন কোন গভর্নর জেনারেল?
উঃ লর্ড ডালহৌসি।


১৮. কোন গভর্নর জেনারেলের আমলে কলকাতা বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়?
উঃ লর্ড ডালহৌসি।


১৯. কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ডালহৌসি।


২০. সিমলা ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ডালহৌসি।


২১. গোলন্দাজ বাহিনীর সদর দপ্তর কলকাতা থেকে মীরাটে স্থানান্তর করা হয় কোন গভর্নর জেনারেলের সময়ে?
উঃ লর্ড ডালহৌসি।


২২. দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ সংঘটিত হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ডালহৌসি।


২৩. কোন গভর্নর জেনারেলের আমলে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
উঃ লর্ড ডালহৌসি।


২৪. লর্ড ডালহৌসি কর্তৃক প্রবর্তিত টেলিগ্রাফ লাইন সর্বপ্রথম কোথায় প্রবর্তিত হয়েছিল?
উঃ কলকাতা থেকে আগ্রা ১৮৫৩ খ্রি:।


২৫. কোন গভর্নর জেনারেলের আমলে প্রথম ডাক বিভাগ চালু হয়?
উঃ লর্ড ডালহৌসি।


২৬. কোন গভর্নর জেনারেলের শাসনকালে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়?
উঃ লর্ড ডালহৌসি।


২৭. পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় কোন গভর্নর জেনারেল আমলে?
উঃ লর্ড ডালহৌসি।


২৮. ১৮৫৩ খ্রিস্টাব্দের সনদ আইন পাশ হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ডালহৌসি।


২৯. ভারতে কারিগরি শিক্ষা জনক হিসেবে পরিচিত কে?
উঃ লর্ড ডালহৌসি।


৩০. পোস্ট অফিস আইন পাস হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড ডালহৌসি।(১৮৫৪ খ্রি:)

৩১. আধুনিক ভারতের নির্মাতা হিসেবে পরিচিত কোন গভর্নর জেনারেল?
উঃ লর্ড ডালহৌসি।


৩২. কত খ্রিস্টাব্দে ভারতীয় রেলপথ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৩ খ্রিস্টাব্দে।

বাকি পর্বগুলি দেখুন নীচের টেবিল থেকে

পর্ব ১পর্ব ২পর্ব ৩পর্ব ৪
পর্ব ৫পর্ব ৬পর্ব ৭পর্ব ৮
পর্ব ৯পর্ব ১০পর্ব ১১পর্ব ১২
পর্ব ১৩
Sharing Is Caring:

Leave a Comment