নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইসরয় বা গভর্নর জেনারেল ও তাদের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতের শাসনকর্তা ছিলেন একজন গভর্নর জেনারেল, পরে এই পদটির নাম হয়েছিল ভাইসরয়। ভাইসরয় বা গভর্নর জেনারেল পদটির নিয়োগ কর্তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত ভাইসরয় ছিলেন ভারতের দেশীয় রাজ্যগুলিতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধি।
বন্ধুরা, আমরা ১৩ টি পার্টে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে আলোচনা শুরু করা যাক…….
লর্ড হেস্টিংস
১৮১৩ খ্রিস্টাব্দ থেকে ১৮২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। লর্ড হেস্টিংস লর্ড ময়রা নামেও পরিচিত।
• পুনার সন্ধি (১৮১৭ খ্রিস্টাব্দ)।
• ইংরেজ বাণিজ্য কেন্দ্র বোম্বাই, পশ্চিম ভারতের প্রধান বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়।
• তৃতীয় ইঙ্গ-মারাঠা ও পেশোয়া পদের বিলোপ (১৮১৭-১৯ খ্রিস্টাব্দ)।
• ছাপাখানা ও শ্রীরামপুরে কলেজ প্রতিষ্ঠা (১৮১৬ খ্রিস্টাব্দ)।
• প্রথম গোর্খা যুদ্ধ (১৮১৪-১৬ খ্রিস্টাব্দ)।
• মাদ্রাজ প্রেসিডেন্সিতে রায়তওয়ারী ব্যবস্থা (১৮২০ খ্রিস্টাব্দ)।
• পিণ্ডারী যুদ্ধ (১৮১৭-১৮ খ্রিস্টাব্দ)।
• সগৌলির চুক্তি (১৮১৬ খ্রিস্টাব্দ)।
• সিংগাপুর দ্বীপ অধিকার (১৮১৯ খ্রিস্টাব্দ)।
• কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা (১৮১৬ খ্রিস্টাব্দ)।
• বেঙ্গল টেনান্সি অ্যাক্ট (১৮২২ খ্রিস্টাব্দ)।
উইলিয়াম আমহার্স্ট
১৮২৩ খ্রিস্টাব্দ থেকে ১৮২৮ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
• ইয়ান্দাবুর চুক্তি (১৮২৬ খ্রিস্টাব্দ)।
• বেঙ্গল রেজিমেন্টের সিপাহীদের ব্যারাকপুরে বিদ্রোহ ঘোষণা (১৮২৪ খ্রিস্টাব্দ)।
• প্রথম বার্মার যুদ্ধ (১৮২৪ খ্রিস্টাব্দ)।
• কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা (১৮২৪ খ্রিস্টাব্দ)।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. লর্ড হেস্টিংস এর অপর কি নামে পরিচিত?
উঃ লর্ড হেস্টিংস বা লর্ড ময়রা।
২. কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড হেস্টিংস বা লর্ড ময়রা।
৩. পেশোয়া পদের বিলোপ হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড হেস্টিংস।
৪. সাগৌলির চুক্তি হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড হেস্টিংস।
৫. তৃতীয় ইঙ্গ মারাটা যুদ্ধের সময় গভর্ণর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড হেস্টিংস।
৬. কোন গভর্নর জেনারেলের শাসনকালে প্রথম গোর্খা যুদ্ধ সংঘটিত হয়?
উঃ লর্ড হেস্টিংস।
৭. কোন গভর্নর জেনারেল পিণ্ডারী দস্যুদের দমন করেছিলেন?
উঃ লর্ড হেস্টিংস।
৮. ১৮২২ খ্রিস্টাব্দের বেঙ্গল টেনান্সি অ্যাক্ট কোন গভর্নর জেনারেলের আমলে পাশ হয়?
উঃ লর্ড হেস্টিংস।
৯. প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ সংঘটিত হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড আমহার্স্ট।
১০. কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড আমহার্স্ট।
১১. ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড আমহার্স্ট।
১২. ব্যারাকপুরে বেঙ্গল রেজিমেন্ট এর সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে কোন গভর্নর জেনারেলের আমলে?
উঃ লর্ড আমহার্স্ট।
১৩. কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করে লর্ড আমহার্স্ট কে চিঠি লিখেছিলেন কে?
উঃ রাজা রামমোহন রায়।
বাকি পর্বগুলি দেখুন নীচের টেবিল থেকে
পর্ব ১ | পর্ব ২ | পর্ব ৩ | পর্ব ৪ |
পর্ব ৫ | পর্ব ৬ | পর্ব ৭ | পর্ব ৮ |
পর্ব ৯ | পর্ব ১০ | পর্ব ১১ | পর্ব ১২ |
পর্ব ১৩ |