নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জন্য রইলো সাধারণ জ্ঞানের উপর আরও একটি গুরুত্বপূর্ণ টপিক। এটি হল “ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা”।
বর্তমানে ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা ১৮ টি। নীচের টেবিলে সেই ১৮ টি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম ও তাদের অবস্থানের তালিকা দেওয়া হল।
পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে প্রায় দুই-একটি প্রশ্ন আসে বিভিন্ন এক্সামে। তালিকার শেষে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে।
একনজরে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা
ক্রমিক নং | বায়োস্ফিয়ার রিজার্ভ | অবস্থান | সাল |
---|---|---|---|
১ | সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ | পশ্চিমবঙ্গ | ১৯৮৯ |
২ | মানস বায়োস্ফিয়ার রিজার্ভ রিজার্ভ | আসাম | ১৯৮৯ |
৩ | ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ | আসাম | ১৯৯৭ |
৪ | কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ | সিকিম | ২০০০ |
৫ | নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ | মেঘালয় | ১৯৮৮ |
৬ | কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ | হিমাচল প্রদেশ | ২০০৯ |
৭ | ডিহং-ডিবং বায়োস্ফিয়ার রিজার্ভ | অরুণাচল প্রদেশ | ১৯৯৮ |
৮ | নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ | কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক | ১৯৮৬ |
৯ | মান্নার উপসাগর বায়োস্ফিয়ার রিজার্ভ | তামিলনাড়ু | ১৯৮৯ |
১০ | সেশাচালাম হিল বায়োস্ফিয়ার রিজার্ভ | অন্ধ্রপ্রদেশ | ২০১০ |
১১ | সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ | উড়িষ্যা | ১৯৯৪ |
১২ | গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১৯৮৯ |
১৩ | নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ | উত্তরাখণ্ড | ১৯৮৮ |
১৪ | পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ | মধ্যপ্রদেশ | ১৯৯৯ |
১৫ | পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ | মধ্যপ্রদেশ | ২০১১ |
১৬ | কচ্ছের রন বায়োস্ফিয়ার রিজার্ভ | গুজরাট | ২০০৮ |
১৭ | আচানকঅমর-অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ | মধ্যপ্রদেশ ও ছওিশগড় | ২০০৫ |
১৮ | অগস্ত মালাই বায়োস্ফিয়ার রিসার্ভ | কেরালা, তামিলনাড়ু | ২০০১ |
• উপরের ১৮ টি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ১২ টি বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (এমএবি) উপর ভিত্তি করে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। নীচে সেই ১২ টি বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা দেওয়া হল।
ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (এমএবি) প্রোগ্রামের অন্তর্গত বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা
ক্রমিক নং | নাম | রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল | বছর |
---|---|---|---|
১ | নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ | তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক | ২০০০ |
২ | মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর | তামিলনাড়ু | ২০০১ |
৩ | সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ | পশ্চিমবঙ্গ | ২০০১ |
৪ | নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ | উত্তরাখণ্ড | ২০০৪ |
৫ | নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ | মেঘালয় | ২০০৯ |
৬ | পাচমাড়ি বায়োস্ফিয়ার রিজার্ভ | মধ্য প্রদেশ | ২০০৯ |
৭ | সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ | ওড়িশা | ২০০৯ |
৮ | গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ২০১৩ |
৯ | আচনাকমার-অমরকণ্টক বায়োস্ফিয়ার রিজার্ভ | ছত্তিশগড়, মধ্যপ্রদেশ | ২০১২ |
১০ | অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ | কেরালা ও তামিলনাড়ু | ২০১৬ |
১১ | কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান | সিকিম | ২০১৮ |
১২ | পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ | মধ্য প্রদেশ | ২০২০ |
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা ম্যাপ
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর
প্রশ্ন ১. কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার কোথায় অবস্থিত ?
উত্তর : সিকিম
প্রশ্ন ২. মানস বায়োস্ফিয়ার কোথায় অবস্থিত ?
উত্তর : আসাম
প্রশ্ন ৩. ভারতে কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে?
উত্তরঃ ১৮টি
• ২০২২ সাল অব্দি ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা ১৮, এবং এর মধ্যে ১২টি বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (এমএবি) এর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ।
প্রশ্ন ৪. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তরঃ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ
• নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হল ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ১৯৮৬ সালে ৫৫২০ বর্গ কিমি জায়গা নিয়ে গঠিত হয় এটি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমঘাটে অবস্থিত এবং তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের কিছু অংশ জুড়ে প্রসারিত।
প্রশ্ন ৫. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ (১৯৯৯ সালে গঠিত হয়)
প্রশ্ন ৬. ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তরঃ গুজরাটের কচ্ছের রন
প্রশ্ন ৭. ভারতের খুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তরঃ আসামের ডিব্রু- সাইখোবা
প্রশ্ন ৮. কত সালে সুন্দরন বায়োস্ফিয়ার রিজার্ভ ঘষিত হয়?
উত্তরঃ ১৯৮৯ সালে
প্রশ্ন ৯. অগস্ত মালাই বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কেরালা এবং তামিল নাড়ু দুটি রাজ্যে জুড়ে অবস্থিত
প্রশ্ন ১০. বায়োস্ফিয়ার রিজার্ভ ধারণার প্রস্তাব করেন কে?
উত্তরঃ ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম (এমএবিপি)
Frequently Asked Questions (FAQ)
উত্তরঃ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ
উত্তরঃ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ
উত্তরঃ যে সমস্ত এলাকা গাছপালা, বসবাসকারী আদিবাসী এবং সেই স্থানের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য সংরক্ষণ করা হয়, সেই সমস্ত অঞ্ছল গুলিকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়।
উত্তরঃ তিনটি,
১. কেন্দ্রীয় অঞ্চল (Core Zone)
২. নিরপেক্ষ অঞ্চল (Buffer Zone)
৩. পরিবর্তন মূলক অঞ্চল (Transition Zone)