রাজ্যের ১০ লক্ষ রেশন কার্ড বাতিল হতে পারে, এক্ষুনি সাবধান হোন
শ্রীকান্ত মণ্ডল১৩ নভেম্বর ২০২২
সরকার রেশন ব্যবস্থা চালু করে আর্থিক ভাবে পিছিয়েপড়া মানুষ দের জন্য যাতে তারা স্বল্প মূল্যে বা বিনা মূল্যে চাল, ডাল, গম ইত্যাদি পেতে পারে।
বিশেষ করে করোনা মহামারির দুই বছর সরকার রেশন ব্যাবস্থার মাধ্যমে ফ্রিতে চাল, গম, ছোলা ইত্যাদি দিয়ে এসেছে।
কিন্তু সম্প্রতি বেশ কিছু ঘটনা সামনে এসেছে যেখানে অনেক আর্থিকভাবে সচ্ছল পরিবার বিনা মূল্যে Ration Card এর পরিষেবা নিচ্ছে।
এমন ঘটনা সবচেয়ে বেশি দেখা গেছে উত্তরপ্রদেশে। দেখা গেছে যোগীরাজ্যে সবচেয়ে বেশি মানুষ জাল রেশন কার্ড ব্যবহার করে বিনামূল্যে রেশন এর সুবিধা ভোগ করছেন।
এবার এমন ১০ লক্ষ জাল রেশন কার্ড চিহ্নিত করেছে সরকার। কার্ড সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর জাল কার্ড নিশ্চিত হলে বাতিল করে দেওয়া হবে।
NFSA- এর নিয়ম অনুযায়ী কারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন? আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক।
যারা আয়কর দিয়ে থাকেন বা যাদের ১০ বিঘার উপরে জমি রয়েছে তারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন।
এছাড়াও বহু এরকম মানুষ রয়েছেন, যারা বিনামূল্যে রেশন সংগ্রহ করে ব্যবসা করছেন। তাদেরকেও চিহ্নিত করা হয়েছে। যারা নিজে রেশন না তুলে অন্যকে কার্ড দিচ্ছেন তারা রেশন পাবেন না।
যারা গত ৪ মাসে বিনামূল্যে রেশন গ্রহণ করেননি, তারাও এবার থেকে এই পরিষেবা পাবেন না। মৃত ব্যাক্তির রেশন স্যারেন্ডার না করে রেশন তুলছেন সেই সমস্ত কার্ড বাতিল হবে।
সরকারী নির্দেশ উপেক্ষা করে যারা রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর, আধার ও ভোটার নম্বর লিংক করেননি তারাও রেশন পাবেন না।