সাঁতরাগাছি সেতু মেরামতির কাজ কবে থেকে শুরু হচ্ছে? সেতুর স্বাস্থ্য কেমন ?
ফটোঃ টুইটার
বেশ কিছুদিন আগে মাঝেরহাট সেতুর একাংশ ভেঙে তিন জন মারা যায়। এই ঘটনার পরেই সরকারের টনক নড়ে এবং সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু করে।
নিয়ম মাফিক পূর্ত দফতরের অধীনে একাধিক বার সাঁতরাগাছি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, কিন্তু এই রিপোর্ট সন্তোষজনক ছিল না।
ফটোঃ টুইটার
সাঁতরাগাছি সেতুতে দৈনিক গাড়ির সংখ্যা ৭০ হাজার, এর মধ্যে পণ্যবাহী গাড়ি প্রায় দৈনিক ১২-১৫ হাজার। ফলে বর্তমান পরিস্থিতিতে দ্রুত এই সেতু মেরামতির কাজ শুরু করা হচ্ছে।
অতীতে মাঝেরহাট সেতুর ভয়াবহ দুর্ঘটনার পরেই সাঁতরাগাছি সেতুর নীচের কাঠামো মেরামতের কাজ শুরু করা হয় দুই-তিন দফায়।
খুব শিঘ্রই সাঁতরাগাছি সেতুর ‘এক্সপ্যানশন জয়েন্ট’ বদলানোর কাজ শুরু করা হবে। সেতুর ভারসাম্য বজায় রাখে এই ‘এক্সপ্যানশন জয়েন্ট’।
কোনা এক্সপ্রেসওয়ের দিকের ওই সেতুর অংশের ২১টি ‘এক্সপ্যানশন জয়েন্ট’ বদলানোর কাজ হয়েছিল ২০১৬ সালে।
কিন্তু এ বার প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে সেতুটির ২০টি করে মোট ৪০টি ‘এক্সপ্যানশন জয়েন্ট’ বদলানো হবে।
পূর্ত দফতর সূত্রে খবর আগামী ১৯ নভেম্বর থেকে সেতু মেরামতির কাজ শুরু হবে, এবং ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই ওই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।