ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম প্রান্তের সর্বশেষ বিন্দু সমূহ

নমস্কার বন্ধুরা,
আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল। আজকের নিবন্ধে ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব এবংপশ্চিমের সর্বশেষ বিন্দু বা অন্তিম বিন্দু নিয়ে নোটস দেওয়া হল।

ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম প্রান্তের সর্বশেষ বিন্দু সমূহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ

◉ ভারতের উত্তরতম বিন্দু

• “ইন্দিরা কোল” হল কারাকোরাম রেঞ্জের ৫৭৬৪ মিটার উচ্চতায় অবস্থিত একটি পর্বত গিরিপথ।

• ১৯১২সালে বুলক ওয়র্কম্যান নামের এক ব্যাক্তি ইন্দিরা কোলের নামকরণ করেন।

◉ ভারতের দক্ষিণতম বিন্দু

• আন্দামান এবং নিকোবর দীপপুঞ্জের, ইন্দিরা পয়েন্ট হল ভারতের দক্ষিণতম বিন্দু।

• ইন্দিরা পয়েন্ট পিগম্যালিয়ন পয়েন্ট নামেও পরিচিত।

• এটি ১৯৮৫ সালে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামানুসারে এর নামকরণ করা হয়।

• ইন্দিরা পয়েন্ট গ্রেট নিকোবরের কাছে ৬°৮′ উত্তর অক্ষাংশে অবস্থিত।

• ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিতে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল।

• তামিল নাড়ুর কন্যাকুমারিতে অবস্থিত এই বিবেকানন্দ রক মেমোরিয়াল হল অন্যতম একটি টুরিস্ট আকর্ষণ।

◉ ভারতের পশ্চিমতম বিন্দু

• গুজরাটের কচ্ছ জেলায় নারায়ণ সরোবরের কাছে অবস্থিত গুহার মোতি হল ভারতের পশ্চিমতম বিন্দু।

ভারতের পূর্ববতম বিন্দু

• অরুণাচল প্রদেশের আঞ্জাউ জেলায় অবস্থিত কিবিথু হল ভারতের পূর্ববতম বিন্দু।

• এটি ভারত, চীন এবং মায়ানমার সীমানার ত্রি-জংশনের কাছে ডিফু পাস থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম প্রান্তের শেষ বিন্দু সমূহের তালিকা

ক্রমিক নংপ্রান্তস্থানরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্ছল
উত্তরতম বিন্দুইন্দিরা কললাদাখ
দক্ষিনতম বিন্দুইন্দিরা পয়েন্ট অথবা পিগম্যালিয়ন পয়েন্টআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
ভারতের মূল ভূখণ্ডের দক্ষিনতম বিন্দুকন্যাকুমারীতামিল নাড়ু
পূর্বতম বিন্দুকিবিথুঅরুনাচল প্রদেশ
পশ্চিমতম বিন্দুগুহারমোতিগুজরাট

ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম প্রান্তের শেষ বিন্দু সমূহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

প্রশ্ন ১. ভারতের পূর্বতম বিন্দুর নাম কি?
উত্তরঃ কিবিথু

প্রশ্ন ২. ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি?
উত্তরঃ গুহারমোতি (গুজরাট)

প্রশ্ন ৩. ভারতের উত্তরতম বিন্দুর নাম কি?
উত্তরঃ ইন্দিরা কল (জম্মু ও কাশ্মীর)

প্রশ্ন ৪. ভারতের দক্ষিনতম বিন্দুর নাম কি?
উত্তরঃ ইন্দিরা পয়েন্ট অথবা পিগম্যালিয়ন পয়েন্ট (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ)

প্রশ্ন ৫. ভারতের মূলভূখণ্ডের দক্ষিনতম বিন্দুর নাম কি?
উত্তরঃ বিবেকানন্দ রক, কন্যাকুমারী (তামিল নাড়ু)

প্রশ্ন ৬. ভারতের পূর্বতম বিন্দু কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ অরুণাচল প্রদেশ (কিবিথু)

প্রশ্ন ৭. ইন্দিরা গান্ধীর নামানুসারে নামকরণ করা হয় ভারতের কোন অন্তিম বিন্দুর?
উত্তরঃ ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট

Sharing Is Caring:

Leave a Comment