এবার থেকে ইন্টারনেট ছাড়াই দেখা যাবে Netflix, Prime Video, নতুন প্রযুক্তি আনতে চলেছে কেন্দ্র। 

এখনও পর্যন্ত Netflix, Prime Video, Disney+Hotstar ইত্যাদি OTT প্ল্যাটফর্ম আক্সেস করতে গেলে ইন্টারনেটের প্রয়োজন। 

তবে এবার থেকে  ইন্টারনেট ছাড়াই অ্যাক্সেস করা যাবে এই জনপ্রিয় OTT পরিষেবা গুলি। ভারতীয়দের জন্য নতুন এই প্রযুক্তি তৈরি করছে কেন্দ্রের টেলিকম বিভাগ (DoT)।

 ডিরেক্ট টু মোবাইল (D2M) নামে এই প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ছাড়াই Disney + Hotstar, Netflix, SonyLIV, Amazon, Prime Video এবং Zee5 সহ বিভিন্ন OTT প্ল্যাটফর্ম দেখা যাবে। 

নয়া এই প্রযুক্তি তৈরিতে কেন্দ্রের টেলিকম বিভাগকে সাহায্য করছে প্রসার ভারতী ও IIT খড়গপুরের ইঞ্জিনিয়াররা। 

ঠিক যেমনভাবে আমরা ইন্টারনেট কানেকশন ছাড়াই FM রেডিয়োতে গান শুনি ঠিক একই ভাবে কাজ করবে এই প্রযুক্তি।

DoT সেক্রেটারি কে রাজারামনের মতে, এই D2M পরিষেবার জন্য ব্যান্ডটি 526-582 MHz-এ কাজ করা হচ্ছে, যা মোবাইল এবং সম্প্রচার পরিষেবা উভয়ের জন্য ব্যবহার করা যাবে।

বছর ২০ আগে প্রসার ভারতী ভারতে ডিরেক্ট টু হোম (D2H) প্রযুক্তি নিয়ে এসেছিল। OTT প্ল্যাটফর্মের জন্য এই প্রযুক্তিও একই ভাবে কাজ করবে। 

 পরিষেবা চালু হলে ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াই অর্থাৎ  Airtel, Jio, Vi অথবা Wi-Fi ইতাদির সাহায্য ছাড়া তাদের ফোনে যেকোনো OTT অ্যাপ অ্যাক্সেস করতে পারবে। 

তবে ব্যবহারকারীদের আগের মতই  Netflix, Prime Video-র মতো অ্যাপ থেকে কনটেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে। তবে,  Sony Liv, Disney+ Hotstar - এ ফ্রি কনটেন্ট গুলি বিনামূল্যে দেখা যাবে।