ভারতের বিভিন্ন রাজ্যর ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষার তালিকা | Official Languages of States and Union Territories of India.

নমস্কার বন্ধুরা,
আজকের নিবন্ধে ভারতের বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষার তালিকা দেওয়া হল।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় বিভিন্ন রাজ্যর অফিশিয়াল ভাষা জিজ্ঞেস করা হয়। যেমন কেরলের সরকারী ভাষা কি? ইত্যাদি।

ভারতের বিভিন্ন রাজ্যর সরকারী ভাষার তালিকা

ক্রমিক নংরাজ্যসরকারী ভাষা
পশ্চিমবঙ্গবাংলা
নাগাল্যান্ডইংরেজি
মেঘালয় ইংরেজি
সিকিম ইংরেজি
ছত্রিশগড় হিন্দি
রাজস্থান হিন্দি
ঝাড়খণ্ড হিন্দি
উত্তরাখণ্ড হিন্দি
বিহার হিন্দি
১০মধ্যপ্রদেশ হিন্দি
১১উত্তরপ্রদেশ হিন্দি
১২হরিয়ানা হিন্দি
১৩হিমাচল প্রদেশ হিন্দি
১৪অরুণাচল প্রদেশ ইংরেজি
১৫আসাম অসমিয়
১৬তামিলনাড়ু তামিল
১৭পাঞ্জাব পাঞ্জাবি
১৮অন্ধ্রপ্রদেশ তেলেগু
১৯ওড়িশা ওড়িয়া
২০মহারাষ্ট্র মারাঠি
২১কেরল মালয়ালম
২২কর্ণাটক কন্নড়
২৩তেলেঙ্গানা তেলেগু
২৪মণিপুর মণিপুরি
২৫গুজরাট গুজরাটি
২৬গোয়া কোঙ্কনি
২৭মিজোরাম মিজো, হিন্দি, ইংরেজি
২৮ত্রিপুরাবাংলা, ইংরেজি, ককবরক

ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষার তালিকা

ক্রমিক নংকেন্দ্রশাসিত অঞ্চলসরকারী ভাষাঅতিরিক্ত সরকারী ভাষা
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউগুজরাটি, হিন্দি, মারাঠি, ইংরেজি……..
জম্মু ও কাশ্মীরউর্দু, কাশ্মীরি, ডোগরি, হিন্দি, ইংরেজি……..
লাদাখ হিন্দি, ইংরেজি……..
চণ্ডীগড়ইংরেজি (পাঞ্জাবি, হিন্দি)পাঞ্জাবি, হিন্দি
লাক্ষাদ্বীপমালয়ালমইংরেজি
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জহিন্দি, ইংরেজিবাংলা, তামিল, তেলেগু, আন্দামানিজ
দিল্লিহিন্দি, ইংরেজি উর্দু, পাঞ্জাবী
পুদুচেরি তামিল, ইংরেজি , ফরাসি ইয়ানামে তেলেগু, মাহেতে মালায়ালম
Sharing Is Caring:

Leave a Comment