নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হল– ভারতীয় জাতীয় চেতনার উন্মেষে প্রকাশিত বিভিন্ন পত্র-পত্রিকা ও তাদের সম্পাদক মণ্ডলী। ভারতীয় ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। ভারতের জাতীয় জাগরনের ইতিহাসে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন আঞ্চলিক ভাষা ও ইংরেজী ভাষায় প্রকাশিত সংবাদপত্র গুলির গুরুত্ব অপরিসীম। ভারতের বাইরে থেকেও বিভিন্ন ভাষায় সংবাদপত্র গুলি প্রকাশিত হয়েছিল। যে কোন কম্পিটিটিভ পরীক্ষা গুলোতে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে। আজ আমরা এই বিষয়ের উপর একটু আলোকপাত করব ।
ক্রমিক নং | সম্পাদক | পত্রিকা | ভাষা | সন |
---|---|---|---|---|
১ | মার্শম্যান | সমাচার দর্পণ/দিগদর্শন | বাংলা | ১৮১৮ |
২ | রাজা রামমোহন রায় | সম্বাদ কৌমুদী / মিরাৎ-উল-আখবর | বাংলা / ফার্সি | ১৮২১ |
৩ | মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর | তত্ত্ববোধিনী পত্রিকা | বাংলা | ১৮৪৩ |
৪ | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | সর্বশুভকরী পত্রিকা | বাংলা | ১৮৫০ |
৫ | ডিরোজিও | পার্থেনান | এংলিশ | ১৮৩০ |
৬ | ডিরোজিও ও তাঁর শিষ্যরা | হিন্দু পাইওনীয়ার/এনকোয়ারার /বেঙ্গল স্পেকটেটর /ক্যালেইডোস্কপ/জ্ঞানান্বেষণ/ | ইংলিশ | ১৮৩৮/১৮৩১/১৮৪২/…/… |
৭ | কৃষ্ণদাস মূলজী | সত্যপ্রকাশ | গুজরাটি | ১৮৫২ |
৮ | জেমস অগাস্টাস হিকি | বেঙ্গল গেজেট বা হিকিজ গেজেট | ইংলিশ | ১৭৮০ |
৯ | চার্লস ম্যাকলিন | বেঙ্গল হরকরা | ইংলিশ | … |
১০ | জেমস বাকিংহাম | ক্যালকাটা জার্নাল | ইংলিশ | ১৮১৯ |
১১ | প্রসন্ন কুমার ঠাকুর | ইন্ডিয়ান রিফরমার | ইংলিশ | ১৮৩১ |
১২ | হরিশচন্দ্র মুখোপাধ্যায় | হিন্দু প্যাট্রিয়ট | ইংলিশ | ১৮৫৩ |
১৩ | গঙ্গাকিশোর ভট্টাচার্য | বাঙ্গাল গেজেট | বাংলা | ১৮১৬ |
১৪ | রামমোহন রায় ও দ্বারকানাথ ঠাকুর | বঙ্গদূত | বাংলা | ১৮২২ |
১৫ | ঈশ্বরচন্দ্র গুপ্ত | সংবাদ প্রভাকর | বাংলা | ১৮৩১ |
১৬ | কেশব চন্দ্র সেন | সুলভ সমাচার | বাংলা | ১৮৭০ |
১৭ | রামমোহন রায় ও দ্বারকানাথ ঠাকুর | বঙ্গদূত | বাংলা | ১৮২২ |
১৮ | ঈশ্বরচন্দ্র গুপ্ত | সংবাদ প্রভাকর | বাংলা | ১৮৩১ |
১৯ | কেশব চন্দ্র সেন | সুলভ সমাচার | বাংলা | ১৮৭০ |
২০ | স্যার সৈয়দ আহমেদ খান | তাহজিব আল-আফলাক /পাওনিয়ার | উর্দু/ইংলিশ | ১৮৭০ |
২১ | দ্বারকানাথ বিদ্যা ভূষণ | সোমপ্রকাশ | বাংলা | ১৮৫৮ |
২২ | ভূদেব মুখোপাধ্যায় | শিক্ষা দর্পণ | বাংলা | ১৮৬৮ |
২৩ | অক্ষয় চন্দ্র সরকার | সাধারনী | বাংলা | ১৮৭৮ |
২৪ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | বঙ্গদর্শন | বাংলা | ১৮৭৩ |
২৫ | যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ | আর্য দর্শন | বাংলা | ১৮৭৪ |
২৬ | শিশির কুমার ঘোষ | অমৃতবাজার পত্রিকা | বাংলা | ১৮৬৮ |
২৭ | কিশোরী চাঁদ মিত্র | ইন্ডিয়ান ফিল্ড | ইংলিশ | ১৮৫৯ |
২৮ | মনমোহন ঘোষ | ইন্ডিয়ান মিরর | ইংলিশ | ১৮৬২ |
২৯ | গিরিশচন্দ্র ঘোষ | বেঙ্গলি | ইংলিশ | ১৮৬২ |
৩০ | নবগোপাল মিত্র | ন্যাশনাল পেপার | ইংলিশ | ১৮৬৫ |
৩১ | তিলক | কেশরী ও মারাঠা | মারাঠি | ১৮৮১ |
৩২ | দাদাভাই নওরজি | দ্য ভয়েস অফ ইন্ডিয়া ও রস্ত গফতার | ইংলিশ/… | |
৩৩ | গোখলে | সুধাকর | … | … |
৩৪ | কৃষ্ণ রাও ভালেখার | দীনবন্ধু | … | ১৮৭৭ |
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. ভারতীয় সংবাদপত্রের পথিকৃৎ হিসেবে কে পরিচিত ।
উঃ জেমস অগাস্টাস হিকি।
২. ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি ?
উঃ ক্যালকাটা জার্নাল ।
৩. তলোয়ার পত্রিকার সম্পাদক কে?
উঃ বিনায়াক দামোদর সাভারকার।
৪. বাংলার প্রথম মাসিক পত্রিকা কোনটি ছিল?
উঃ দিকদর্শন।
৫. ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি?
উঃ সোমপ্রকাশ।(সাপ্তাহিক পত্রিকা)
৬. সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন?
উঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ।
৭. কোন পত্রিকা ছিল সংবাদ প্রভাকর পত্রিকার বিরোধী পত্রিকা?
উঃ সোমপ্রকাশ।
৮. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে?
উঃ উমেশচন্দ্র দত্ত।
৯. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে?
উঃ কৃষ্ণ কুমার মিত্র।
১০. বিদ্যাসাগার সর্বশুভকরী পত্রিকায় কোন প্রথার বিরুদ্ধে প্রবন্ধ রচনা করেছিলেন?
উঃ বাল্য বিবাহ।
১১. ক্যালকাটা গেজেট পত্রিকা কে কবে প্রকাশ করেন?
উঃ ফ্রান্সিস গ্লাডউইন, ১৭৮৪ খ্রিস্টাব্দে।
১২. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদ পত্রের নাম কি ?
উঃ সংবাদ প্রভাকর।
১৩. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদ পত্রের নাম কি ?
উঃ দিকদর্শন।
১৪. ১৮৭৮ খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হলে কোন দুই পত্রিকার
প্রকাশ বন্ধ হয়ে যায়?
উঃ সোমপ্রকাশ ও সহচর।
১৫. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হলে কোন পত্রিকা রাতারাতি ইংরেজি পত্রিকায়
রূপান্তরিত হয়?
উঃ অমৃত বাজার পত্রিকা।
১৬. প্যারিসে বন্দেমাতরম পত্রিকা কে সম্পাদনা করেন?
উঃ মাদাম কামা।
১৭. ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
উঃ বেঙ্গল গেজেট।
১৮. বেঙ্গল গেজেট পত্রিকার অপর নাম কি?
উঃ হিকির গেজেট।
১৯. কত খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট বন্ধ হয়ে যায়?
উঃ ১৭৮২ খ্রিস্টাব্দে।
২০. উনবিংশ শতকে প্রকাশিত দুটি সংবাদপত্র কি কি ?
উঃ অমৃত বাজার পত্রিকা ও হিন্দু প্যাট্রিয়ট।
২১. অমৃত বাজার পত্রিকা কোন বিষয়ের উপর আলোকপাত করেছিল?
উঃ ইংরেজদের অত্যাচারের সমালোচনা ও সমকালীন রাজনৈতিক সমস্যা।
২২. অমৃত বাজার পত্রিকা প্রথম কোন শহর থেকে প্রকাশিত হয়?
উঃ যশোহর (১৮৭২ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয়।)
২৩. ১৮৭৮ খ্রিস্টাব্দে “দেশীয় ভাষা সংবাদপত্র আইন” প্রনয়ের পরেও কোন দুই জাতিয়াতাবাদি
পত্রিকা প্রকাশিত হয় ।
উঃ বঙ্গবাসী(১৮৮১) ও সঞ্জীবনী (১৮৮৩)।
২৪. সোমপ্রকাশ পত্রিকা কি নিয়ে লেখা হয়েছিল?
উঃ নীলকর দের অত্যাচার ও সমকালীন রাজনীতি
২৫. যুগান্তর পত্রিকার সম্পাদক কে?
উঃ ভুপেন্দ্রনাথ দত্ত।
২৬. ইয়ং ইন্ডিয়া ও হরিজন পত্রিকার সম্পাদক কে?
উঃ মহাত্মা গান্ধী।
২৭. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে?
উঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায় ।
২৮. বাংলায় স্বদেশী আন্দলনের সময় কোন ইংরেজি পত্রিকাগুলি গুরুত্বপূর্ণ ভুমিকা
পালন করে?
উঃ সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় সম্পাদিত ইংরেজি পত্রিকা বেঙ্গলি।
মতিলাল ঘোষ সম্পাদিত ইংরেজি পত্রিকা অমৃতবাজার পত্রিকা।
নগেন্দ্রনাথ ঘোষ সম্পাদিত ইংরেজি পত্রিকা ইন্ডিয়ান নেশন।
নরেন্দ্রনাথ সেন সম্পাদিত ইংরেজি পত্রিকায় ইন্ডিয়ান মিরর।
অরবিন্দ ঘোষ সম্পাদিত ইংরেজি পত্রিকা বন্দেমাতরাম।
সতীশ চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত ইংরেজি পত্রিকার ডন।
রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত ইংরেজি পত্রিকা মর্ডান রিভিউ।