নমস্কার বন্ধুরা, এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রাসঙ্গিক ভারতের হিমবাহের একটি তালিকা দেওয়া হল, এর সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং ১০টি বৃহত্তম হিমবাহের তালিকা দেওয়া হল।
ভারতের হিমবাহের তালিকা, তাদের অবস্থান এবং রাজ্যে সমূহ
ক্রমিক নং | হিমাবাহের নাম | রাজ্য | পর্বত শ্রেণী |
---|---|---|---|
১ | বাটুরা হিমবাহ | জম্মু কাশ্মীর | কারাকোরাম |
২ | খুড়োদপিন হিমবাহ | লাদাখ | কারাকোরাম |
৩ | হিস্পার হিমবাহ | জম্মু কাশ্মীর | কারাকোরামা |
৪ | বিয়াফো হিমবাহ | জম্মু কাশ্মীর | কারাকোরাম |
৫ | বালতোরো হিমবাহ | জম্মু কাশ্মীর | কারাকোরাম |
৬ | ছোমুলুংমা হিমবাহ | জম্মু কাশ্মীর | কারাকোরাম |
৭ | গডউইন অস্টিন | লাদাখ | কারাকোরাম |
৮ | ট্রাঙ্গ হিমবাহ | লাদাখ | কারাকোরাম |
৯ | ছং কুমদান হিমবাহ | লাদাখ | কারাকোরাম |
১০ | দাইমির হিমবাহ | জম্মু কাশ্মীর | কারাকোরাম |
১১ | সিয়াচেন হিমবাহ | জম্মু কাশ্মীর | কারাকোরাম |
১২ | বড় শিগ্রি হিমবাহ | হিমাচল প্রদেশ | পিরপাঞ্জাল |
১৩ | ছোটো শিগ্রি হিমবাহ | হিমাচলপ্রদেশ | পিরপাঞ্জাল |
১৪ | সোনাপানি হিমবাহ | হিমাচলপ্রদেশ | পিরপাঞ্জাল |
১৫ | রাখিওট হিমবাহ | লাদাখ | পিরপাঞ্জাল |
১৬ | গঙ্গোত্রী হিমবাহ | উত্তরকাশি, উত্তরাখণ্ড | হিমালয় |
১৭ | বান্দরপুচ হিমবাহ | উত্তরাখণ্ড | গারোওয়াল হিমালয় |
১৮ | মিলাম হিমবাহ | উত্তরাখণ্ড | কুমায়ুন হিমালয় |
১৯ | পিন্ডারি হিমাবাহ | নন্দা দেবি , উত্তরাখন্ড | কুমায়ুন হিমালয় |
২০ | কাফনি হিমবাহ | উত্তরাখন্ড | কুমায়ুন- গাড়োয়াল |
২১ | কালাবা ল্যান্ড হিমবাহ | উত্তরাখন্ড | কুমায়ুন- গাড়োয়াল |
২২ | কেদার বেমাক হিমবাহ | উত্তরাখন্ড | কুমায়ুন- গাড়োয়াল |
২৩ | মিওলা হিমবাহ | উত্তরাখন্ড | কুমায়ুন- গাড়োয়াল |
২৪ | নামিক হিমবাহ | উত্তরাখন্ড | কুমায়ুন- গাড়োয়াল |
২৫ | পাঞ্ছচুলি হিমবাহ | উত্তরাখন্ড | কুমায়ুন- গাড়োয়াল |
২৬ | রালাম হিমবাহ | উত্তরাখন্ড | কুমায়ুন- গাড়োয়াল |
২৭ | সোনা হিমবাহ | উত্তরাখন্ড | কুমায়ুন- গাড়োয়াল |
২৮ | সাতোপান্থ হিমবাহ | উত্তরাখন্ড | কুমায়ুন- গাড়োয়াল |
২৯ | সুন্দর ধুঙ্গা হিমবাহ | উত্তরাখন্ড | কুমায়ুন- গাড়োয়াল |
৩০ | দক্রিয়ানি হিমবাহ | উত্তরাখন্ড | কুমায়ুন- গাড়োয়াল |
৩১ | চোরাবারি হিমবাহ | উত্তরাখণ্ড | কুমায়ূন-গাড়োয়াল |
৩২ | জেমু হিমবাহ | সিকিম | পূর্ব হিমালয়ে কাঞ্চনজঙ্ঘাতে |
৩৩ | কাঞ্চনজঙ্ঘা হিমবাহ | সিকিম | পূর্ব হিমালয় |
ভারতের ১০টি বৃহত্তম হিমবাহের তালিকা
ক্রমিক নং | হিমাবাহের নাম | দৈর্ঘ্য | অবস্থান |
---|---|---|---|
১ | সিয়াচেন হিমবাহ | ৭৬ কিমি | লাদাখ |
২ | গঙ্গোত্রী হিমবাহ | ৩০ কিমি | উত্তরাখণ্ড |
৩ | বড় শিগ্রি হিমবাহ | ২৭.৭ কিমি | হিমাচল প্রদেশ |
৪ | জেমু হিমবাহ | ২৬ কিমি | সিকিম |
৫ | দ্রং-ড্রাং হিমবাহ | ২৩ কিমি | লাদাখ |
৭ | মিলাম হিমবাহ | ১৬ কিমি | উত্তরাখণ্ড |
৭ | শাফাত হিমবাহ / পারাকচিক হিমবাহ | ১৪ কিমি | লাদাখ |
৮ | পিন্ডারি হিমবাহ | ৯ কিমি | উত্তরাখণ্ড |
৯ | ছোট শিগ্রি হিমবাহ | ৯ কিমি | হিমাচল প্রদেশ |
১০ | মাচোই হিমবাহ | ৯ কিমি | লাদাখ |
ভারতের হিমবাহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
প্রশ্ন ১. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
উত্তরঃ সিয়াচেন হিমবাহ
প্রশ্ন ২. পৃথিবীর মেরু অঞ্চলের বাইরে দ্বিতীয় বৃহত্তম হিমবাহ কোনটি ?
উত্তরঃ সিয়াচেন হিমবাহ
প্রশ্ন ৩. সিয়াচেন হিমবাহের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ৭৬ কিলোমিটার
প্রশ্ন ৪. ভারতের মোট হিমবাহের সংখ্যা কত ?
উত্তরঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার দ্বারা পরিচালিত একটি গবেষণা অনুসারে, ভারতে মোট হিমবাহের সংখ্যা ১৬৬২৭টি
প্রশ্ন ৫. গঙ্গোত্রী হিমবাহ কোন পর্বতর্বমালায় অবস্থিত ?
উত্তরঃ কুমায়ুন পর্বতমালা
প্রশ্ন ৬. পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি ?
উত্তর: ল্যাম্বাট হিমবাহ