ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য ও ভাস্কর্য এবং তাদের নির্মাতা ও অবস্থান

নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বিষয় হল ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য ও ভাস্কর্য এবং তাদের নির্মাতা ও অবস্থান।খুব খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে একটি তালিকা ও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেওয়া নীচে দেওয়া হল। এই প্রশ্ন উত্তর গুলি যে কোন চাকরীর পরীক্ষা ও স্কুল কলেজের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ । আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের তালিকা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি।

ভারতের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য ও ভাস্কর্য এবং তাদের নির্মাতা ও অবস্থানের তালিকা

ক্রমিক নংস্থাপত্য ও ভাস্কর্যনির্মাতাঅবস্থান
অজন্তা ও ইলোরা গুহাগুপ্ত শাসক (খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী ও ষোড়শ শতাব্দীতে )(৬০০-১০০০ খ্রিষ্টাব্দ)মহারাষ্ট্র (ওরঙ্গাবাদ )
আগ্রা ফোর্টজালাল উদ্দিন মহম্মদ আকবরের রাজত্বকালে শুরু হয় শেষ হয় অষ্টাদশ শতাব্দীতে ঔরঙ্গজেবের সময়েউত্তরপ্রদেশ (আগ্রা )
যন্তর মন্তরদ্বিতীয় জয় সিং(১৭২৭ থেকে ১৭৩৪ সালের মধ্যবর্তী সময়ে)রাজস্থান (জয়পুর)
বুদ্ধগয়াঅশোকবিহার
রেড ফোর্টশাহজাহান (১৫৪৬ খ্রিস্টাব্দ)দিল্লি (যমুনা নদীর ডান তীরে অবস্থিত)
গোল্ডেন টেম্পেল বা স্বর্ণমন্দিররাম দাস(ষোড়শ শতাব্দী )পাঞ্জাব (অমৃতসর )
কোণার্কের সূর্য মন্দিরপূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিমা দেবের আমলে (ত্রয়োদশ শতাব্দী )উড়িষ্যা (পুরী )
ফতেপুর সিক্রিআকবর (ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ১৫৭৩ খ্রিস্টাব্দ)উত্তরপ্রদেশ (আগ্রা)
মহাবলীপুরম স্মারক সমূহসপ্তম অষ্টম শতাব্দীতে পল্লব রাজারা নির্মাণ করেনতামিলনাড়ু
১০মতি মসজিদঔরঙ্গজেব (১৬৫৯-১৬৬০)দিল্লি রেডফোর্ড প্রাঙ্গণে অবস্থিত
১১বিবি কা মকবরাঔরঙ্গজেব (১৬৬০)মহারাষ্ট্র (আওরঙ্গাবাদ )
১২ময়ূর সিংহাসনশাহজাহানদিল্লি
১৩জামা মসজিদশাহজাহান (১৬৪৪ থেকে ১৬৫৮ খ্রিষ্টাব্দ)উত্তর প্রদেশ (আগ্রা )
১৪যোধপুর ফোর্টরাও যোধাজিরাজস্থান (যোধপুর)
১৫সবরমতী আশ্রমগান্ধীজি (১৯১৭ খ্রিস্টাব্দ)গুজরাট (আমেদাবাদ )
১৬হাজারদুয়ারি প্যালেসনবাব নাজিম হুমায়ুন ঝাঁ(মুর্শিদাবাদ)পশ্চিমবঙ্গ
১৭দেওয়ান-ই -খাস, দিওয়ান -ই -আম, মতি মসজিদ, তাজমহলশাহজাহানউত্তর প্রদেশ (আগ্রা )
১৮কুতুব মিনারকুতুবুদ্দিন আইবক (দ্বাদশ শতাব্দীর শেষভাগ)দিল্লি
১৯মক্কা মসজিদকুলি কুতুব শাহহায়দ্রাবাদ
২০হাওয়া মহল রাজস্থান (জয়পুর )মহারাজা প্রতাপ সিং (১৭৯৯ খ্রিষ্টাব্দ)রাজস্থান (জয়পুর )
২১আরামবাগবাবর (১৫২৮ খ্রিস্টাব্দ )উত্তর প্রদেশ (আগ্রা )
২২ফেরোসা কোটলাফিরোজ শাহ তুঘলক (১৩৫৪ খ্রিস্টাব্দ)দিল্লি
২৩গেট ওয়ে অফ ইন্ডিয়াব্রিটিশ গভারমেন্টমুম্বাই
২৪বুলন্দ দরওয়াজাআকবরফতেপুর সিক্রি
২৫হুমায়ুন সমাধিহুমায়ুনের স্ত্রী (১৫৭০ খ্রিস্টাব্দে)দিল্লি
২৬চারমিনারকুলি কুতুব শাহহায়দারাবাদ
২৭জগন্নাথ মন্দিরঅনন্ত বর্মন গঙ্গাউড়িষ্যা
২৮শালিমার বাগজাহাঙ্গীরকাশ্মীর
২৯ইতিমাদ উদ দৌলা ফোর্টনুরজাহানউত্তরপ্রদেশ (আগ্রা)
৩০এলিফ্যান্টা কেভরাষ্ট্রকূট বংশ (পঞ্চম অষ্টম শতাব্দী )মহারাষ্ট্র
৩১শিশ মহলশাহজাহানউত্তর প্রদেশ
৩২সাঁচির বৌদ্ধ স্মারক সমূহমৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে(খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী)মধ্যপ্রদেশ
৩৩খাজুরাহর স্মারক সমূহচান্দেলা রাজবংশ কর্তৃক (৯৫০ থেকে ১০৫০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় নির্মিত)মধ্যপ্রদেশ
৩৪গঙ্গইকোন্ড চোলীস্বরমের বৃহদেশ্বর মন্দিরপ্রথম রাজেন্দ্র চোল নির্মাণ করেন (১০ ৩৫ সালে)তামিলনাড়ু
৩৫দরসুরমের ঐরাবতেশ্বর মন্দিরদ্বিতীয় রাজ রাজ চোলতামিলনাড়ু
৩৬নাসিমবাগআকবরজম্মু ও কাশ্মীর
৩৭কোয়াৎ -উল -ইসলামকুতুবুদ্দিন আইবক (১১৯৩ খ্রিস্টাব্দ )দিল্লি
৩৮উদয়গিরি ও খণ্ডগিরিখারবেলওড়িশা

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ ও কোতোয়ালি দরওয়াজা কার আমলে তৈরি হয়?
উঃ সিকান্দার শাহ – এর আমলে।

২. ছোট সোনা মসজিদ ও বড় সোনা মসজিদ কার আমলে তৈরি হয়?
উঃ ছোট সোনা মসজিদ তৈরি হয় হোসেন শাহের আমলে ও বড় সোনা মসজিদ তৈরি হয় নসরৎ শাহের আমলে।

৩. জামাইত খাঁ মসজিদ কার আমলে নির্মিত?
উঃ আলাউদ্দিন খলজী।

৪. আকবরের আমলে কোন কোন স্থাপত্য গুলি নির্মিত হয়?
উঃ ফতেপুর সিক্রি, সেলিম চিশতির সমাধি, দেওয়ান-ই খাস, দেওয়ান ই আম,জামি মসজিদ, বুলান্দ দরওয়াজা, হুমায়ুনের সমাধি ও সেকেন্দার সমাধি ভবন, আগ্রা ফোর্ট, লাহোর ফোর্ট ইত্যাদি।

৫. জাহাঙ্গীরের আমলে কোন দুই বিখ্যাত স্থাপত্য গড়ে ওঠে?
উঃ আকবরের সমাধি ও ইতিমাদ উদ দৌলার সমাধি।

৬. পানিপথের কাবুলবাগ মসজিদ কার আমলে তৈরি?
উঃ বাবরের আমলে।

৭. মহাবলী পুরমের কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন?
উঃ প্রথম নরসিংহ বর্মন।

৮. দিল্লির বিখ্যাত আলাই দরওয়াজা কার কীর্তি?
উঃ আলাউদ্দিন খলজীর।

৯. ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন?
উঃ রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ।

১০. অঙ্কোরভাটের বিষ্ণু মন্দির কার আমলে তৈরি হয়?
উঃ দ্বিতীয় সূর্য বর্মন।

১১. বড় বুদুরের স্তূপ কোন রাজাদের কীর্তি?
উঃ শৈলেন্দ্র রাজাদের।

১২. তাঞ্জরের বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির কে নির্মাণ করেন?
উঃ প্রথম রাজরাজ চোল।

১৩. অজন্তা ও এলিফ্যান্টার গুহা মন্দির কোন যুগে নির্মিত?
উঃ চোল যুগে।

১৪. পাহাড় কেটে বাতাপির বিখ্যাত বিষ্ণু মন্দির টি কে নির্মাণ করেন?
উঃ মঙ্গলেশ।

১৫. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে কোথায় নির্মাণ করেন?
উঃ পালরাজা ধর্মপাল, বিহারের ভাগলপুরে।

১৬. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন যুগে প্রতিষ্ঠিত?
উঃ পাল যুগে।

১৭. দিল্লির উপকণ্ঠে শিরিতে ‘হাজার সেতুন’ বা ১০০০ থামের প্রাসাদ কে তৈরি করেন?
উঃ আলাউদ্দিন খলজি।

১৮. কুতুবমিনার নির্মাণের কাজ কি শুরু করেন ও কার রাজত্বকালে তা শেষ হয়?
উঃ ১১৯২ খ্রিস্টাব্দে কুতুব উদ্দিন আইবক নির্মাণের কাজ শুরু করেন ইলতুৎমিসের রাজত্বকালে তা শেষ হয়।

১৯. গেটওয়ে অফ ইন্ডিয়ার ভিত্তিপ্রস্তর কে কবে স্থাপন করেন?
উঃ ১৯১১ খ্রিস্টাব্দে স্যার জর্জ সিডেনহাম ক্লার্ক।

২০. নিজামুদ্দিন আউলিয়ার সমাধির উপর নির্মিত মসজিদ কোনটি?
উঃ জামাইত খাঁ মসজিদ।

২১. ভারতের সর্বপ্রথম মসজিদ কোনটি?
উঃ জামাইত খাঁ মসজিদ।

২২. তুঘলকাবাদ শহরকে স্থাপন করেন?
উঃ গিয়াস উদ্দিন তুঘলক।

২৩. আদিলাবাদের দুর্গ ও জাহানপনা শহর কে নির্মাণ করেন?
উঃ মুহাম্মদ বিন তুঘলক।

২৪. ভারতের অন্যতম বৃহৎ মসজিদ কোনটি?
উঃ ১৩৬৮ খ্রিস্টাব্দে শাসক সিকান্দার শাহ-র নির্মিত পান্ডুয়ার আদিনা মসজিদ।

২৫. জালাল উদ্দিন মোহাম্মদ শাহ এর স্মৃতির উদ্দেশ্যে কোন স্থাপত্য গুলি গড়ে ওঠে?
উঃ পান্ডুয়ার বিখ্যাত একলাখী সমাধি সৌধ এবং গৌড়ের ছোট সোনা মসজিদ,বড় সোনা মসজিদ, কদম রসুল।

২৬. আদিল শাহের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
উঃ বিজাপুর।

২৭. বুলান্দ দরওয়াজা কি কারনে নির্মিত হয়েছিল?
উঃ ১৬০১ -০২ খ্রিস্টাব্দে গুজরাটে আকবরের বিজয়ের স্মরণে নির্মিত হয়েছিল।

২৮. শালিমার বাগ জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে কার জন্য নির্মাণ করেছিলেন?
উঃ ১৬১৯ খ্রিস্টাব্দে জাহাঙ্গীর তার স্ত্রী নুরজাহানের জন্য নির্মাণ করেছিলেন।

২৯. শেখ সেলিম চিশতির সমাধি রয়েছে কোন মসজিদে?
উঃ জামা মসজিদ (১৫৭১-৭২ )।

৩০. শাহজাহানের রাজত্বকালে কোন কোন স্থাপত্য গুলি গড়ে উঠেছিল?
উঃ দিল্লির লালকেল্লা, দিওয়ান-ই -আম, দিওয়ান-ই -খাস, লাহোরের শালিমার বাগ, শাহজাহান বাদ, তাজমহল, আগ্রার মতি মসজিদ, লাল পাথরের জামা মসজিদ।

৩১. রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ নির্মিত মহারাষ্ট্রের ইলোরাই অবস্থিত কৈলাসনাথ মন্দির কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
উঃ দ্রাবিড় স্থাপত্য শৈলী।

৩২. হায়দ্রাবাদ শহরটি কে নির্মাণ করেন?
উঃ মহ: কুলি কুতুব শাহ।

৩৩. দিল্লিতে নির্মিত কুওয়াত- উল -ইসলাম মসজিদ ও আজমীরে আড়াই -দিন -কা- ঝোপরা কে নির্মাণ করেন?
উঃ কুতুবউদ্দিন আইবক।

৩৪. আকবরের সমাধি কে নির্মাণ করেন?
উঃ জাহাঙ্গীর।

৩৫. আইহলের বিষ্ণুমন্দির কোন যুগের স্থাপত্য নিদর্শন?
উঃ চালুক্য।

৩৬. কুওয়াত -উল -ইসলাম মসজিদের দক্ষিণ প্রবেশদ্বার কোনটি?
উঃ আলাই দরওয়াজা।

৩৭. ঔরঙ্গজেব কোন রঙের মার্বেল দিয়ে মতি মসজিদ নির্মাণ করেন?
উঃ সাদা মার্বেল।

  • আগ্রা ফোর্টে অবস্থিত মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান।
  • দিল্লির রেড ফোর্টে অবস্থিত মতি মসজিদটি নির্মাণ করেন ঔরঙ্গজেব।
  • লাহোর ফোর্টে অবস্থিত মতি মসজিদটি নির্মাণ করেন জাহাঙ্গীর।
Sharing Is Caring:

Leave a Comment