ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তালিকা

নমস্কার বন্ধুরা,
আজকের নিবন্ধে ভারতের ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তালিকা দেওয়া হল। বর্তমানে ভারতের ৬টি ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে। আজকের নিবন্ধে ‘ক্লাসিক্যাল’ ভাষার তকমা দেওয়ার শর্ত ও সরকারি ভাষা ইত্যাদি সম্পর্কে তথ্য দেওয়া হল।

ভারতের সরকারি ভাষা

• ধারা ৩৪৪(১) এবং ৩৫১ অনুসারে আমাদের সংবিধানের ৮ তপশীলে মোট ২২টি সরকারি ভাষার উলেখ আছে।

• পরবর্তীতে ২০০৪ সালে ভারত সরকার আরও একটি নতুন ভাষা শ্রেণী তৈরি করেন যেটি ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত।

ভারতের ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ

• বর্তমানে ভারতের মোট ছয়টি ভাষাকে ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ বা শাস্ত্রীয় ভাষার মর্যাদার্যা দেওয়া হয়েছে।

• ভারতের এই ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ধারণাটা নেওয়া হয়েছে ইউরোপ থেকে, যেখানে ১০০০ সালের পুরানো ভাষা গুলিকে একটি আলাদা মর্যাদা দেওয়া হয়ে থাকে।

• ২০০৪ সালে অর্থাৎ সর্ব প্রথম তামিল ভাষা ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পায়। সর্বশেষ ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ওড়িশার উড়িয়া (Odia) ভাষা এই তকমা পেয়েছে।

একটি ভাষাকে ‘ক্লাসিক্যাল’ ভাষার তকমা দেওয়ার পিছনে শর্তগুলি

• ১৫০০ থেকে ২০০০ বছর সময়কালের ইতিহাসে এই ভাষা নিয়ে কোনো পাঠ্য বা লিপি থাকতে হবে।

• ভাষাটি নিয়ে প্রাচীন কালের কোনো সাহিত্য বা পুঁথিপত্র থাকতে হবে, যা কয়েক প্রজন্মের দ্বারা একটি মূল্যবান ঐতিহ্য হিসাবে বিবেচিত হয়।

• ভাষাটিকে ওরিজিনাল বা আসল হতে হবে, মানে অন্য কোনো ভাষা থেকে যেন ভাষাটির উৎপত্তি না হয়। (যেমন উত্তর ভারতের বেশীরভাগ ভাষাগুলি এসেছে সংস্কৃত থেকে)

• বর্তমানে ভাষাটির উপর যত আধুনিক সাহিত্য লেখা হয়েছে তার থেকে যেন পুরানো সাহিত্য গুলি আলাদা হয়।

ভারতের ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তালিকা

ক্রমিক নংভাষাসাল
তামিল২০০৪
সংস্কৃত২০০৫
তেলেগু২০০৮
কন্নড়২০০৮
মালায়ালম২০১৩
ওড়িয়া২০১৪

আজকের বিষয় থেকে কিছু প্রশ্ন উত্তর

♦ প্রশ্ন ১ – নিচের কোন ভাষাটিকে কেন্দ্রীয় সরকার শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে?
• উত্তর: তামিল

♦ প্রশ্ন ২ – বর্তমানে ভারতে কয়টি ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে?
• উত্তর: ৬টি

♦ প্রশ্ন ৩ – ভারতের কোন ভাষা সর্বপ্রথম ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে?
• উত্তর: তামিল

♦ প্রশ্ন ৪ – তামিল ভাষা কত সালে ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পায়?
• উত্তর: ২০০৪ সালে

Sharing Is Caring:

Leave a Comment