নমস্কার বন্ধুরা,
আজকের নিবন্ধে ভারতের বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষার তালিকা দেওয়া হল।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় বিভিন্ন রাজ্যর অফিশিয়াল ভাষা জিজ্ঞেস করা হয়। যেমন কেরলের সরকারী ভাষা কি? ইত্যাদি।
ভারতের বিভিন্ন রাজ্যর সরকারী ভাষার তালিকা
ক্রমিক নং | রাজ্য | সরকারী ভাষা |
---|---|---|
১ | পশ্চিমবঙ্গ | বাংলা |
২ | নাগাল্যান্ড | ইংরেজি |
৩ | মেঘালয় | ইংরেজি |
৪ | সিকিম | ইংরেজি |
৫ | ছত্রিশগড় | হিন্দি |
৬ | রাজস্থান | হিন্দি |
৭ | ঝাড়খণ্ড | হিন্দি |
৮ | উত্তরাখণ্ড | হিন্দি |
৯ | বিহার | হিন্দি |
১০ | মধ্যপ্রদেশ | হিন্দি |
১১ | উত্তরপ্রদেশ | হিন্দি |
১২ | হরিয়ানা | হিন্দি |
১৩ | হিমাচল প্রদেশ | হিন্দি |
১৪ | অরুণাচল প্রদেশ | ইংরেজি |
১৫ | আসাম | অসমিয় |
১৬ | তামিলনাড়ু | তামিল |
১৭ | পাঞ্জাব | পাঞ্জাবি |
১৮ | অন্ধ্রপ্রদেশ | তেলেগু |
১৯ | ওড়িশা | ওড়িয়া |
২০ | মহারাষ্ট্র | মারাঠি |
২১ | কেরল | মালয়ালম |
২২ | কর্ণাটক | কন্নড় |
২৩ | তেলেঙ্গানা | তেলেগু |
২৪ | মণিপুর | মণিপুরি |
২৫ | গুজরাট | গুজরাটি |
২৬ | গোয়া | কোঙ্কনি |
২৭ | মিজোরাম | মিজো, হিন্দি, ইংরেজি |
২৮ | ত্রিপুরা | বাংলা, ইংরেজি, ককবরক |
ভারতের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারী ভাষার তালিকা
ক্রমিক নং | কেন্দ্রশাসিত অঞ্চল | সরকারী ভাষা | অতিরিক্ত সরকারী ভাষা |
---|---|---|---|
১ | দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | গুজরাটি, হিন্দি, মারাঠি, ইংরেজি | …….. |
২ | জম্মু ও কাশ্মীর | উর্দু, কাশ্মীরি, ডোগরি, হিন্দি, ইংরেজি | …….. |
৩ | লাদাখ | হিন্দি, ইংরেজি | …….. |
৪ | চণ্ডীগড় | ইংরেজি (পাঞ্জাবি, হিন্দি) | পাঞ্জাবি, হিন্দি |
৫ | লাক্ষাদ্বীপ | মালয়ালম | ইংরেজি |
৬ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | হিন্দি, ইংরেজি | বাংলা, তামিল, তেলেগু, আন্দামানিজ |
৭ | দিল্লি | হিন্দি, ইংরেজি | উর্দু, পাঞ্জাবী |
৮ | পুদুচেরি | তামিল, ইংরেজি , ফরাসি | ইয়ানামে তেলেগু, মাহেতে মালায়ালম |