ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা

নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জন্য রইলো সাধারণ জ্ঞানের উপর আরও একটি গুরুত্বপূর্ণ টপিক। এটি হল “ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা”

বর্তমানে ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা ১৮ টি। নীচের টেবিলে সেই ১৮ টি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম ও তাদের অবস্থানের তালিকা দেওয়া হল।

পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে প্রায় দুই-একটি প্রশ্ন আসে বিভিন্ন এক্সামে। তালিকার শেষে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে।

একনজরে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা

ক্রমিক নংবায়োস্ফিয়ার রিজার্ভঅবস্থানসাল
সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভপশ্চিমবঙ্গ১৯৮৯
মানস বায়োস্ফিয়ার রিজার্ভ রিজার্ভআসাম১৯৮৯
ডিব্রু-সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ আসাম১৯৯৭
কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ সিকিম২০০০
নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভমেঘালয়১৯৮৮
কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হিমাচল প্রদেশ২০০৯
ডিহং-ডিবং বায়োস্ফিয়ার রিজার্ভঅরুণাচল প্রদেশ১৯৯৮
নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক১৯৮৬
মান্নার উপসাগর বায়োস্ফিয়ার রিজার্ভতামিলনাড়ু১৯৮৯
১০সেশাচালাম হিল বায়োস্ফিয়ার রিজার্ভ অন্ধ্রপ্রদেশ২০১০
১১সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ উড়িষ্যা১৯৯৪
১২গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ১৯৮৯
১৩নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তরাখণ্ড১৯৮৮
১৪পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ১৯৯৯
১৫পান্না বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ২০১১
১৬কচ্ছের রন বায়োস্ফিয়ার রিজার্ভগুজরাট২০০৮
১৭আচানকঅমর-অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভমধ্যপ্রদেশ ও ছওিশগড়২০০৫
১৮অগস্ত মালাই বায়োস্ফিয়ার রিসার্ভকেরালা, তামিলনাড়ু২০০১

• উপরের ১৮ টি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ১২ টি বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (এমএবি) উপর ভিত্তি করে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। নীচে সেই ১২ টি বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা দেওয়া হল।

ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (এমএবি) প্রোগ্রামের অন্তর্গত বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা

ক্রমিক নংনামরাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলবছর
নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভতামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক২০০০
মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগরতামিলনাড়ু২০০১
সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভপশ্চিমবঙ্গ২০০১
নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভউত্তরাখণ্ড২০০৪
নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভমেঘালয়২০০৯
পাচমাড়ি বায়োস্ফিয়ার রিজার্ভমধ্য প্রদেশ২০০৯
সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভওড়িশা২০০৯
গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভআন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ২০১৩
আচনাকমার-অমরকণ্টক বায়োস্ফিয়ার রিজার্ভছত্তিশগড়, মধ্যপ্রদেশ২০১২
১০অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভকেরালা ও তামিলনাড়ু২০১৬
১১কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানসিকিম২০১৮
১২পান্না বায়োস্ফিয়ার রিজার্ভমধ্য প্রদেশ২০২০

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা ম্যাপ

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা
ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা

ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

প্রশ্ন ১. কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার কোথায় অবস্থিত ?
উত্তর : সিকিম

প্রশ্ন ২. মানস বায়োস্ফিয়ার কোথায় অবস্থিত ?
উত্তর : আসাম

প্রশ্ন ৩. ভারতে কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে?
উত্তরঃ ১৮টি

• ২০২২ সাল অব্দি ভারতের মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা ১৮, এবং এর মধ্যে ১২টি বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (এমএবি) এর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ।

প্রশ্ন ৪. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তরঃ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ

• নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হল ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ১৯৮৬ সালে ৫৫২০ বর্গ কিমি জায়গা নিয়ে গঠিত হয় এটি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমঘাটে অবস্থিত এবং তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের কিছু অংশ জুড়ে প্রসারিত।

প্রশ্ন ৫. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ (১৯৯৯ সালে গঠিত হয়)

প্রশ্ন ৬. ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তরঃ গুজরাটের কচ্ছের রন

প্রশ্ন ৭. ভারতের খুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তরঃ আসামের ডিব্রু- সাইখোবা

প্রশ্ন ৮. কত সালে সুন্দরন বায়োস্ফিয়ার রিজার্ভ ঘষিত হয়?
উত্তরঃ ১৯৮৯ সালে

প্রশ্ন ৯. অগস্ত মালাই বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কেরালা এবং তামিল নাড়ু দুটি রাজ্যে জুড়ে অবস্থিত

প্রশ্ন ১০. বায়োস্ফিয়ার রিজার্ভ ধারণার প্রস্তাব করেন কে?
উত্তরঃ ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম (এমএবিপি)

Frequently Asked Questions (FAQ)

প্রশ্ন ১. পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ এর নাম কি?

উত্তরঃ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ

প্রশ্ন ২.ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল কোনটি?

উত্তরঃ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ

প্রশ্ন ৩. বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে?

উত্তরঃ যে সমস্ত এলাকা গাছপালা, বসবাসকারী আদিবাসী এবং সেই স্থানের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য সংরক্ষণ করা হয়, সেই সমস্ত অঞ্ছল গুলিকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়।

প্রশ্ন ৪. বায়োস্ফিয়ার রিজার্ভ এর কয়টি অংশ?

উত্তরঃ তিনটি,
১. কেন্দ্রীয় অঞ্চল (Core Zone)
২. নিরপেক্ষ অঞ্চল (Buffer Zone)
৩. পরিবর্তন মূলক অঞ্চল (Transition Zone)

Sharing Is Caring:

Leave a Comment