নমস্কার বন্ধুরা,
আজকের নিবন্ধে বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকাটি দেখে নাও। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ বিজ্ঞানের জীববিদ্যার অন্তর্গত এই টপিকটি থেকে প্রায় প্রশ্ন জিজ্ঞেস করা হয়।
বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা
ক্রমিক নং | প্রাণীর নাম | শ্বাস অঙ্গের নাম |
---|---|---|
১ | মানুষ | ফুসফুস |
২ | সাপ | ট্রাকিয়া, ফুসফুস |
৩ | বাদুড় | ফুসফুস |
৪ | পায়রা | ফুসফুস |
৫ | টিকটিকি | ফুসফুস |
৬ | তিমি | ফুসফুস |
৭ | গিরগিটি | ফুসফুস |
৮ | কাক | ফুসফুস, গিলস |
৯ | সরীসৃপ | ফুসফুস |
১০ | স্তন্যপায়ী প্রাণী | ফুসফুস |
১১ | মাছ | ফুলকা |
১২ | শামুক, ঝিনুক | ফুসফুস , মুখবিবর গলবিলিয় মিউকাস পর্দা |
১৩ | অ্যামিবা | সংকোচিত গহ্বর |
১৪ | চিংড়ি | গিলস |
১৫ | কেঁচো, জোঁক | দেহত্বক বা চামড়া |
১৬ | হাইড্রা | দেহতল |
১৭ | স্পঞ্জ | দেহতল |
১৮ | মাকড়সা | বুকলাং |
১৯ | আরশোলা | ট্রাকিয়া |
২০ | ফড়িং | বায়ু থলি, স্পিরাকেলস |
২১ | ব্যঙাচি | বহিঃ ফুলকা |
২২ | লিমিউলাস | বুক গিলস |
২৩ | ব্যাঙ | ফুসফুস, ভিজে ত্বক, মুখবিবর ও মিউকাস পর্দা |
২৪ | কাঁকড়া বিছা | বুক লাং |
২৫ | জিওল মাছ | ফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র |
২৬ | প্যারামেশিয়াম | সংকোচিত গহ্বর |
২৭ | প্রজাপতি | শ্বাস ছিদ্র বা স্পিরাকেলস |
বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা-এর উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
প্রশ্ন ১. শামুকের শ্বাস অঙ্গের নাম কি
উত্তরঃ ফুসফুস , মুখবিবর গলবিলিয় মিউকাস পর্দা
প্রশ্ন ২. কুমিরের শ্বাস অঙ্গের নাম কি
উত্তরঃ লাংস
প্রশ্ন ৩. কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি
উত্তরঃ দেহত্বক
প্রশ্ন ৪. মানুষের প্রধান শ্বাস অঙ্গের নাম কি?
উত্তরঃ ফুসফুস
প্রশ্ন ৫. চিংড়ির শ্বাস অঙ্গের নাম কি
উত্তরঃ গিলস
প্রশ্ন ৬. অ্যামিবার শ্বাস অঙ্গের নাম কি?
উত্তরঃ সংকোচিত গহ্বর
Frequently Asked Questions (FAQ)
প্রশ্ন ১. টিকটিকির শ্বাস অঙ্গের নাম কি?
উত্তরঃ ফুসফুস
প্রশ্ন ২. ব্যাঙাচির শ্বাস অঙ্গের নাম কি?
উত্তরঃ বহিঃ ফুলকা
প্রশ্ন ৩. মাকড়সার শ্বাস অঙ্গের নাম কি?
উত্তরঃ বুকলাং
প্রশ্ন ৪.আরশোলার শ্বাস অঙ্গের নাম কি?
উত্তরঃ ট্রাকিয়া
প্রশ্ন ৫. মাছের শ্বাস অঙ্গের নাম কি?
উত্তরঃ ফুলকা