পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বসু

সম্প্রতি, সি ভি আনন্দ বসু বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন। জওহরলাল নেহরু ফেলোশিপ প্রাপ্ত সি ভি আনন্দ বসু মুসৌরির লাল বাহাজুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছেন। 

জগদীপ ধনখড়

• জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ছিলেন পশ্চিমবঙ্গের স্থায়ী প্রাক্তন রাজ্যপাল।

• তবে কিছুদিন আগে দেশের প্রাক্তন উপ রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হওয়াতে তার পদে জগদীপ ধনখড় দেশের উপ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

লা গণেশন (La Ganeshan)

• জগদীপ ধনখড় উপ রাষ্ট্রপতি পদে উন্নিত হওয়ার পর থেকে বাংলার স্থায়ী রাজ্যপালের পদ খালিই ছিল।

• এই পদ পূরণের জন্য অস্থায়ী রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন লা গণেশন।

• লা গণেশন ভারতের মনিপুর রাজ্যের স্থায়ী রাজ্যপাল। এতদিন তিনি অতিরিক্ত দায়িত্বে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত ছিলেন।

সি ভি আনন্দ বসু

• সম্প্রতি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Of India Droupadi Murmu), সি ভি আনন্দ বসু কে বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে নিযুক্ত করেন।

• পদবী ‘বসু’ দেখে বাঙালি মনে হলেও IAS সি ভি আনন্দ বসু আসলে কেরালার কোয়াট্টাম অঞ্চলের বাসিন্দা, বর্তমানে তিনি মেঘালয়ের মুখ্য পরামর্শদাতা।

• এর আগে তিনি ভারত সরকারের সচিব, মুখ্য উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও কাজ করেছেন।

• তিনি রাষ্ট্রসংঘের হ্যাবিট্যাট গভর্নিং কাউন্সিলের সদস্য। এছাড়া তিনি একাধিক রাজ্যের মুখ্যসচিব রবং জেলাশাসক হিসেবে নিযুক্ত ছিলেন।

Sharing Is Caring:

Leave a Comment