নমস্কার বন্ধুরা,
আজকের নিবন্ধে আমরা পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর সম্পর্কে জানবো। WBCS সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের নদনদী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অতএব, আজকের এই নিবন্ধে কোন নদীর তীরে পশ্চিমবঙ্গের কোন শহর অবস্থিত তা জানবো।
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের তালিকা
ক্রমিক নং | নদী | তীরবর্তী শহর |
---|---|---|
১ | কালজানি | আলিপুরদুয়ার |
২ | মহানন্দা | শিলিগুড়ি |
৩ | মহানন্দা | ইটাহার |
৪ | মহানন্দা | ইসলামপুর |
৫ | মহানন্দা | মালদা |
৬ | মহানন্দা | ইংরেজ বাজার |
৭ | তিস্তা | জলপাইগুড়ি |
৮ | তিস্তা | কালিম্পং |
৯ | দামোদর | দুর্গাপুর |
১০ | দামোদর | আসানসোল |
১১ | দামোদর | রাণীগঞ্জ |
১২ | অজয় | কেন্দুলিন্দু |
১৩ | অজয় | আসানসোল |
১৪ | অজয় | ইলাম বাজার |
১৫ | ভাগীরথী | কাটোয়া |
১৬ | ভাগীরথী | মুর্শিদাবাদ |
১৭ | ভাগীরথী | নবদ্বীপ |
১৮ | কংসাবতী | পুরুলিয়া |
১৯ | কংসাবতী | মেদিনীপুর |
২০ | জলঢাকা | মাথাভাঙা |
২১ | জলঢাকা | ধূপগুড়ি |
২২ | ইছামতী | বনগাঁ |
২৩ | ইছামতী | বসিরহাট |
২৪ | দ্বারকেশ্বর | বাঁকুড়া |
২৫ | আত্রেয়ী | বালুরঘাট |
২৬ | তোর্সা | কোচবিহার |
২৭ | জলঙ্গী | কৃষ্ণনগর |
২৮ | কোপাই | বোলপুর |
২৯ | ময়ূরাক্ষী | সিউড়ি |
৩০ | গন্ধেশ্বরী | বাঁকুড়া |
৩১ | রূপনারায়ণ | কোলাঘাট |
৩২ | চূর্ণী | রাণাঘাট |
৩৩ | হুগলী | হাওড়া |
৩৪ | হুগলী | কলকাতা |
৩৫ | হুগলী | ব্যারাকপুর |
৩৬ | হুগলী | চন্দননগর |
৩৭ | হুগলী | ত্রিবেণী |