আজকের আলোচনার বিষয় হল ষোড়শ মহাজনপদ ও তাদের রাজধানী এবং বর্তমান অবস্থান। ভারতীয় ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় এই ষোড়শ মহাজনপদ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ মহাবীর ও বুদ্ধদেবের ধর্মপ্রচার কালে ভারতের কোন কেন্দ্রীয় শক্তি গড়ে ওঠেনি। এই সময় উত্তর ভারত ষোলটি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। এই ষোলটি রাষ্ট্রকে একত্রে বলা হয় ‘ষোড়শ মহাজনপদ‘। যে কোন কম্পিটিটিভ পরীক্ষা গুলোতে এই অধ্যায় থেকে কিছু না কিছু প্রশ্ন দিয়ে থাকে। আজকে এই অধ্যায় থেকে ষোড়শ মহাজনপদ ও তাদের রাজধানী এবং বর্তমান অবস্থান এর একটি তালিকা ও বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হবে।
ক্রমিক নং | ষোড়শ মহাজনপদ | ও তাদের রাজধানী | বর্তমান অবস্থান |
---|---|---|---|
১ | অঙ্গ | চম্পা/মালিনী | পূর্ব বিহার |
২ | কাশী | বারাণসী | বারাণসী |
৩ | মগধ | রাজগৃহ/রাজগীর/গিরিব্রজ | দক্ষিণ বিহার |
৪ | কোশল | শ্রাবস্তী | অযোধ্যা |
৫ | বৃজি | বৈশালী | উত্তর বিহার |
৬ | মল্ল | কুশীনগর/পাবা | গোরক্ষপুর |
৭ | চেদী | সুক্তিমাটি | বুন্দেলখন্দ |
৮ | বৎস | কৌশাম্বী নগর | এলাহাবাদ |
৯ | কুরু | ইন্দ্রপ্রস্থ | দিল্লী |
১০ | পাঞ্চাল | উত্তরের রাজধানী অহিচ্ছত্র/ দক্ষিণের রাজধানী কাম্পিল্য | বেরিলি-বদায়ুন অঞ্চল |
১১ | মৎস্য | বিরাটনগর | জয়পুর |
১২ | শূরসেন | মথুরা | মথুরা |
১৩ | অস্মক | পোজালি | গোদাবরী উপত্যকা |
১৪ | অবন্তী | উত্তরের রাজধানী উজ্জয়িনী/দক্ষিণের রাজধানী মাহিস্মতি | মালব |
১৫ | গান্ধার | তক্ষশীলা | পেশোয়ার-রাওয়ালপিন্ডি |
১৬ | কম্বোজ | রাজপুর | পশ্চিম কাশ্মীর |
১. ষোড়শ মহাজনপদের কোন রাজ্যটি বৈদিক ব্রাহ্মণ্য সংস্কৃতির কেন্দ্র ছিল বলে জানা যায় ?
উঃ কম্বোজ ।
২. কোন সম্রাট গান্ধার রাজ্য আক্রমণ করেন?
উঃ পারসিক সম্রাট দরায়ুস।
৩. গান্ধার রাজ্যের উল্লেখ পাওয়া যায় কোন শিলালিপিতে ?
উঃ বাহিস্থান শিলালিপি ।
৪. মহাভারতের যুগে কুরু রাজ্যের রাজধানী কি ছিল ?
উঃ হস্তিনাপুর ।
৫. পাঞ্চাল রাজ্যের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত ছিল ?
উঃ গঙ্গা বা ভাগীরথী ।
৬. গ্রিকরা গান্ধার রাজ্যকে কি নামে ডাকত ?
উঃ গান্ডারীস।
৭. কোশল রাজ্যে কোন কোন বিখ্যাত নগর অবস্থিত ?
উঃ অযোধ্যা , সাকেত ও শ্রাবন্তী।
৮. কোশল রাজ্যের রাজা কে ছিলেন ?তিনি কোন বংশের রাজা ছিলেন ?
উঃ মহাকোশল, ইক্ষাকু বংশ ।
৯. বৎস রাজ্যের প্রধান শিল্প কি ছিল ?
উঃ তুলা ও তুলাজাত বস্ত্র উৎপাদন ।
১০. বৎস রাজ্যে কোন দুই গোষ্ঠী বাস করত ?
উঃ বৈদিক কুরু ও ভরত গোষ্ঠী ।
১১. বৎস রাজ্যের রাজা কে ছিলেন ?
উঃ উদয়ন ।
১২. মৎস্য রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উঃ মহাভারতের খ্যাতিমান বিরাট রাজা ।
১৩. পরবর্তী কালে মৎস্য রাজ্যে কোন রাজ্যের সাথে অন্তর্ভুক্ত হয় ?
উঃ চেদি রাজ্যের সাথে ।
১৪. অবন্তী রাজ্যের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত ছিল ?
উঃ বেত্রবতী নদী ।
১৫. অবন্তী রাজ্যের রাজা কে ছিলেন ?
উঃ প্রদ্যোত ।
১৬. অঙ্গ রাজ্যের অধিপতি কে ছিলেন ?
উঃ কর্ণ ।
১৭. অঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে কোন দুই নদী প্রবাহিত ছিল ?
উঃ চম্পা ও গঙ্গা ।
১৮. অঙ্গের বণিকরা সমুদ্র পথে কোন দেশের সাথে বাণিজ্য করত ?
উঃ সুবর্ণ ভুমি বা ব্রহ্ম বা দূর প্রাচ্য ।
১৯. মগধ রাজ্যের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত ছিল ?
উঃ গঙ্গা ।
২০. ষোড়শ মহাজনপদের কোন রাজ্যটি স্বয়ং শাসিত প্রজাতান্ত্রিক রাজ্য ছিল ?
উঃ বৃজি ।
২১. আধুনিক মহারাষ্ট্রের প্রাচীন নাম কি ছিল ?
উঃ অস্মক ।
২২. ষোড়শ মহাজনপদের প্রধান জনপদ গুলি কোন উপত্যকায় অবস্থিত ছিল ?
উঃ গঙ্গা -যমুনা উপত্যকা ।
২৩. একমাত্র আর্য জনপদ কোনটি ছিল ?
উঃ অস্মক।
২৪. ষোড়শ মহাজনপদের কোন চারটি রাজ্য রাজতান্ত্রিক রাজ্য ছিল ?
উঃ অবন্তী ,বৎস, কোশল মগধ ।
২৫. মহাজনপদ-এর আভিধানিক অর্থ কি?
উঃ “বিশাল সাম্রাজ্য” ।
২৬. মগধের রাজা শিশুনাগ কাকে পরাজিত করে অবন্তী রাজ্যকে মগধের অন্তর্ভুক্ত করেন?
উঃ অবন্তীবর্ধনকে।