নমস্কার বন্ধুরা,
আজকের নিবন্ধে ভারতের হাতি সংরক্ষাণাগারের তালিকা দেওয়া হল। বর্তমানে ভারতের মোট হাতি সংরক্ষাণাগারের সংখ্যা ৩৩টি। সর্বশেষ ঘোষিত হাতি সংরক্ষাণাগারটি হল তরাই হাতি সংরক্ষাণাগার যা উত্তর প্রদেশে অবস্থিত।
ভারতের হাতি সংরক্ষাণাগারের রাজ্য সহ তালিকা
ক্রমিক নং | হাতি সংরক্ষণ কেন্দ্র | রাজ্য |
---|---|---|
১ | শিবালিক হাতি সংরক্ষাণাগার | উত্তরাখণ্ড |
২ | উত্তরপ্রদেশ হাতি সংরক্ষাণাগার | উত্তরপ্রদেশ |
৩ | ময়ূরঝর্ণা হাতি সংরক্ষাণাগার | পশ্চিমবঙ্গ |
৪ | সিংভূম হাতি সংরক্ষাণাগার | ঝাড়খণ্ড |
৫ | ময়ূরভঞ্জ হাতি সংরক্ষাণাগার | ওড়িশা |
৬ | মহানদী হাতি সংরক্ষাণাগার | ওড়িশা |
৭ | সম্বলপুর হাতি সংরক্ষাণাগার | ওড়িশা |
৮ | লেমরু হাতি সংরক্ষাণাগার | ছত্তিশগড় |
৯ | বাদলখোল – তামোর পিংলা হাতি সংরক্ষাণাগার | ছত্তিশগড় |
১০ | কামেং হাতি সংরক্ষাণাগার | অরুণাচল প্রদেশ |
১১ | সোনিতপুর হাতি সংরক্ষাণাগার | আসাম |
১২ | দিহিং-পাটকাই হাতি সংরক্ষাণাগার | আসাম |
১৩ | দক্ষিণ অরুণাচল হাতি সংরক্ষাণাগার | অরুণাচল প্রদেশ |
১৪ | কাজিরাঙ্গা-কারবি অ্যাংলং হাতি সংরক্ষাণাগার | আসাম |
১৫ | ধানসিরি-লুংডিং হাতি সংরক্ষাণাগার | আসাম |
১৬ | ইন্টাঙ্কি হাতি সংরক্ষাণাগার | নাগাল্যান্ড |
১৭ | চিরাং-রিপু হাতি সংরক্ষাণাগার | আসাম |
১৮ | ইস্টার্ন ডোয়ার্স হাতি সংরক্ষাণাগার | পশ্চিমবঙ্গ |
১৯ | গারো হিলস হাতি সংরক্ষাণাগার | মেঘালয় |
২০ | মহীশূর হাতি সংরক্ষাণাগার | কর্ণাটক |
২১ | ওয়েনাড হাতি সংরক্ষাণাগার | কেরালা |
২২ | নীলাম্বুর হাতি সংরক্ষাণাগার | কেরালা |
২৩ | কোয়েম্বাটোর হাতি সংরক্ষাণাগার | তামিলনাড়ু |
২৪ | নীলগিরি হাতি সংরক্ষাণাগার | তামিলনাড়ু |
২৫ | রায়লা হাতি সংরক্ষাণাগার | অন্ধ্রপ্রদেশ |
২৬ | আন্নামালাই হাতি সংরক্ষাণাগার | তামিলনাড়ু |
২৭ | আনামুদি হাতি সংরক্ষাণাগার | কেরালা |
২৮ | পেরিয়ার হাতি সংরক্ষাণাগার | কেরালা |
২৯ | শ্রীভিলিপুথুর হাতি সংরক্ষাণাগার | তামিলনাড়ু |
৩০ | ডান্ডেলি হাতি সংরক্ষাণাগার | কর্ণাটক |
৩১ | সিংফান হাতি সংরক্ষাণাগার | নাগাল্যান্ড |
৩২ | অগস্তিয়ামালাই হাতি সংরক্ষাণাগার | তামিলনাড়ু |
৩৩ | তেরাই হাতি সংরক্ষাণাগার | উত্তর প্রদেশ |
ভারতের সর্বশেষ ঘোষিত ৫টি হাতি সংরক্ষাণাগার
১. ২৯ তম হাতি সংরক্ষাণাগার – ডান্ডেলি হাতি সংরক্ষাণাগার (কর্নাটক)
২. ৩০ তম হাতি সংরক্ষাণাগার – সিংফান হাতি সংরক্ষাণাগার (নাগাল্যান্ড)
৩. ৩১ তম হাতি সংরক্ষাণাগার – লেমরু হাতি সংরক্ষাণাগার (ছত্তিশগড়)
৪. ৩২ তম হাতি সংরক্ষাণাগার – অগস্তিয়ামালাই হাতি সংরক্ষাণাগার (তামিলনাড়ু)
৫. ৩৩ তম হাতি সংরক্ষাণাগার – তরাই হাতি সংরক্ষাণাগার (উত্তরপ্রদেশ)
প্রজেক্ট এলিফ্যান্ট
• ১৯৯২ সালে বিশেষ কিছু উদ্দেশ্যপূরণের জন্য ভারত সরকার প্রজেক্ট এলিফ্যান্ট চালু করে। উদ্দেশ্যগুলি হল —
১. হাতি, তাদের আবাসস্থল এবং করিডোর রক্ষা করতে।
২. মানুষ-প্রাণী সংঘাতের সমস্যাগুলি মোকাবেলা করার জন্য।
৩. বন্দী হাতির দেখভাল করার জন্য।
বিশ্ব হাতি দিবস
• হাতিদের সংরক্ষণ ও সুরক্ষার জন্য বিশ্বব্যাপী সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য ১২ আগস্ট বিশ্ব হাতি দিবস পালন করা হয়।