আজকের আলোচনার বিষয় জৈন সংগীতি বা জৈন ধর্ম সম্মেলন । মূলত এই ধর্ম সম্মেলনে জৈন সম্প্রদায় দুটি দলে বিভক্ত হয়ে পরে এবং জৈন ধর্মকে নতুন ভাবে সংকলন করা হয়। এই বিষয় সম্পর্কে একটা ছোট্ট ধারণা ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হল।
প্রথম জৈন সংগীতি
১.৩০০ খ্রিস্ট পূর্বাব্দে পাটালিপুত্রে প্রথম জৈন সংগীতি অনুষ্ঠিত হয়।
২.সভাপতি ছিলেন স্থুলভদ্র।
৩.জৈন ধর্মশাস্ত্রকে ১৪ টি পর্বের পরিবর্তে ১২ টি অঙ্গতে সংকলিত
করা হয়।
দ্বিতীয় জৈন সংগীতি
১. খ্রিস্টীয় ষষ্ট শতকে গুজরাটের বলভীতে দ্বিতীয় জৈন সংগীতি
অনুষ্ঠিত হয়।
২.সভাপতি ছিলেন দেবার্ধি।
৩. জৈন ধর্মকে নতুনভাবে সংকলন করা হয়। যাকে ‘জৈন আগম’
বা’জৈন সিদ্ধান্ত’বলা হয়।
১. প্রথম জৈন ধর্ম সম্মেলন কার আমলে কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্যর সময়,পাটলিপুত্রে।
২. জৈন সিদ্ধান্ত কটি ভাগে ভাগ করা হয় ও কি কি ?
উঃ অঙ্গ,উপাঙ্গ, মূল ও সুত্র এই চারটি ভাগে বিভক্ত।
৩. মহাবীরের নির্বাণের কত বছর পরে গুজরাতের বলভীতে দ্বিতীয় জৈন সংগীতি অনুষ্ঠিত হয়?
উঃ ৯৮০ থেকে ৯৯৩ বছর পরে।
৪. দ্বাদশ অঙ্গ কোন সম্মেলনে সংকলিত করা হয়?
উঃ প্রথম জৈন সংগীতি বা প্রথন জৈন সম্মেলনে।
৫. দ্বিতীয় জৈন সংগীতিতে সভাপতিত্ব কে করেন?
উঃ দেবার্ধী ক্ষমাশ্রমণ।
৬. কোন সম্মেলনে জৈন আগম বা জৈন সিদ্ধান্ত সংকলিত করা হয়?
উঃ দ্বিতীয় জৈন সংগীতি তে ।
৭.কত খ্রিস্টাব্দে দ্বিতীয় জৈন সংগীতি অনুষ্ঠিত হয়?
উঃ ৫১৩ খ্রিস্টপূর্বাব্দে ।
৮. দ্বাদশ অঙ্গের পুনর্মূল্যায়ন করে ‘দ্বাদশ উপাঙ্গ’ নামে আরো 12 টি অনুশাসন যোগ করা হয় কোন সম্মেলনে?
উঃ দ্বিতীয় জৈন সম্মেলনে।
৯. কোন সম্মেলনের মূল তথ্য ছিল শ্বেতাম্বর ও দিগম্বর এই দুটি সম্প্রদায়ের বিভাজন?
উঃ প্রথম জৈন সম্মেলনে।